দিল্লি, ৪ মার্চ– লোকসভা নির্বাচনের আগেই ঘরছাড়া দিল্লির শাসকদল আপ৷ দিল্লির রাউস এভিনিউতে আম আদমি পার্টির সদর দপ্তর খালি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ দফতর খালি করার নির্দেশ দিলেও আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে অফিস বদলের জন্য ৩ মাসের সময়সীমা দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছে আদালত৷ সোমবার শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১৫ জুনের মধ্যে খালি করতে ওই পার্টি অফিস৷
দলীয় দপ্তরের জন্য বিকল্প জমি পেতে কেজরিওয়ালের দলকে দিল্লির ‘জমি ও উন্নয়ন দপ্তরের’র দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ৷ প্রসঙ্গত, ২০১৬ সালে রাউস এভিনিউয়ের ওই সরকারি বাংলো দখল করে আম আদমি পার্টির দপ্তর বানানো হয়েছিল বলে অভিযোগ৷
তবে হঠাৎ করেই সোমবার এই দফতর খালি করার নির্দেশ হাইকোর্ট দেয়নি৷ দিল্লি হাইকোর্টের জমি দখল করে আম আদমি পার্টি তাদের দলীয় অফিস তৈরি করেছে বলে আগেই অভিযোগ উঠেছিল৷ এই মামলায় বিতর্কিত ওই জমি খালি না করায় এর আগেও সুপ্রিম ভৎর্সনার মুখে পড়েছিল আপ৷ সোমবার শীর্ষ আদালতে এই মামলায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় আপকে খালি করতে হবে এই জমি৷ এপ্রসঙ্গে আপের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, দেশের ৬ রাষ্ট্রীয় দলের একটি হওয়ার সুবাদে দলীয় দপ্তরের জন্য জমি পাওয়ার অধিকার রয়েছে আপের৷ এভাবে নির্বাচনের আগে কোনও রাজনৈতিক দলকে রাস্তায় নামিয়ে দেওয়া উচিত নয়৷ রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে এই সমস্যার সমাধান খোঁজা যেতে পারে৷ এমনকি বিকল্প জমির আবেদন জানানো হয় দলের তরফে৷
তবে আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথার রেখে শীর্ষ আদালতের তরফে জানানো হয়, ‘সামনেই যেহেতু লোকসভা নির্বাচন, সেকথা মাথায় রেখে আগামী ১৫ জুন ২০২৪ পর্যন্ত সময় দেওয়া হল আম আদমি পার্টিকে৷ এই সময়ের মধ্যে যেন হাইকোর্টের জমি খালি করে দেওয়া হয়, যাতে ওই জায়গায় কোর্টের ভবন তৈরি করা যায়৷