প্রয়াত সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির দেহ শুক্রবার নিয়ে যাওয়া হয় দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ে। এরপর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় প্রয়াত নেতার বাড়িতে। শনিবার তাঁর দেহ দান করা হবে দিল্লি এইমস-এ। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রয়াত নেতা সীতারাম ইয়েচুরির দেহ দিল্লির এইমস থেকে নিয়ে যাওয়া হয় জেএনইউ-তে। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীকে শেষ শ্রদ্ধা জানান ছাত্র, শিক্ষক এবং অন্যান্য অনেকেই। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর দিল্লির বসন্তকুঞ্জের বাড়িতে।
দিল্লির এইমস-এ বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গত ১৯ আগস্ট ফুসফুসে সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সংক্রমণ গুরুতর হওয়ায় দিল্লির এইমস-এ প্রথম থেকেই আইসিইউয়ে রাখা হয়েছিল তাঁকে। ৯ সেপ্টেম্বর রাত থেকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। শেষ কয়েকদিন তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। বৃহস্পতিবার বিকেল ৩ টে ০৫ মিনিটে তাঁর জীবনাবসান হয়।