• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

অসম নির্বাচনে কোটিপতি প্রার্থীদের জমাটি ভিড় 

এক সে বর কর এক। অসম নির্বাচনে প্রার্থীদের ভিড়ে ২৭.৯০ শতাংশই কোটিপতি। রীতিমতো হলফনামা পেশ করে প্রার্থীরা তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির মোট মূল্য প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশনের দফতর (File Photo: IANS)

এক সে বর কর এক। অসম নির্বাচনে প্রার্থীদের ভিড়ে ২৭.৯০ শতাংশই কোটিপতি। রীতিমতো হলফনামা পেশ করে প্রার্থীরা তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির মোট মূল্য প্রকাশ করেছেন। অসম বিধানসভা নির্বাচনে ৯৪৬ জন চূড়ান্ত প্রার্থীর মধ্যে ২৬৪ জন প্রার্থী অর্থাৎ ২৭.৯০ শতাংশ প্রার্থী ৰচ্ছ আসনে তিন দফায় প্রতিদ্বন্দ্বিতা করনে। ইতিমধ্যে প্রথম দফার ভােট সম্পন্ন হয়েছে।

অসম নির্বাচনে ধনী প্রার্থী হলেন ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের সদস্য কোকরাঝাড় পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী মনােরঞ্জন ব্রহ্ম। তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য ২৬৮ কোটি টাকা। পাশাপাশি, ব্রহ্মর স্ত্রী কৃষি থেকে তার আয়ের কথা উল্লেখ করেছেন।

উধারবােন্দের নির্দল প্রার্থী রাহুল রায়ের স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য ১৩৬ কোটি টাকা। তাঁর স্ত্রী ডেইসি রায় আলগাপুর আসন থেকে নির্দল প্রার্থী হয়েছেন। তার স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য ১৩১ কোটি টাকা।

যমুনামুখে এআইইউডিএফের প্রার্থী সিরাজুদ্দিন আজমলের স্থা-অস্থাবর সম্পত্তির মূল্য ১১১ কোটি টাকা। প্রাক্তন কংগ্রেস নেতা গৌতম রায় বিজেপিতে যোেগ দিয়েছেন। কাটিগােরা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অ্যাসােসিয়েশন ফর ডেমােক্র্যাটিক রিফর্মসের বিশ্লেষণ অনুযায়ী, অসম নির্বাচনে কংগ্রেসের ৬৪ জন প্রার্থী কোটিপতি, বিজেপির ৬০ জন প্রার্থী কোটিপতি, অসম জাতীয় পরিষদের ৩১ জন প্রার্থী কোটিপতি। পাশাপাশি, অসম গণপরিষদের ২২ জন প্রার্থী, এআইইউডিএফের ১১ জন প্রার্থী, বিপিএফের ৮ জন প্রার্থী, ইউপিপিএলের ১ জন প্রার্থী ও বাকি কোটিপতিরা নির্দল প্রার্থী।

বিজেপি-অগপ-বিপিএফ সরকারের মন্ত্রীদের মধ্যে নব কুমার দোলের স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য ২৫ কোটি টাকা। হেমন্ত বিশ্বাস শর্মার স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য ১৭ কোটি টাকা। চন্দন বর্মার স্থাবর-অস্থা সম্পত্তির মূল্য ১৬ কোটি টাকা।

গুয়াহাটি ডেভলপমেন্ট ডিপার্টমেন্টের সিদ্ধার্থ ভট্টাচার্যের স্থাৱ-অস্থাবর সম্পত্তির মূল্য ৮ কোটি টাকা। পীযুস হাজারিকার স্থাবর-অস্থাবর সম্পত্তির মূল্য ৬ কোটি টাকা। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােওয়াল সহ মন্ত্রিসভার সদস্য চন্দ্র মােহ পাতিয়াড়ি, প্রমিলা রানি ব্রহ্ম, কেশব মহান্ত আয়ের পরিমাণ তিন কোটি টাকা।