• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মণিপুরে আবারও ভূমিধস, নোনে জেলায় ২০ সেনা জওয়ান সহ মৃত বেড়ে ৩৪

বেড়েই চলেছে মৃতের সংখ্যা। মণিপুরের নোনে জেলায় মারাংচিং স্টেশনের কাছে বুধবার গভীর রাতে নামা ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে।

Manipur landslide toll rises to 42, 20 still untraced (Lead).

বেড়েই চলেছে মৃতের সংখ্যা। মণিপুরের নোনে জেলায় মারাংচিং স্টেশনের কাছে বুধবার গভীর রাতে নামা ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। তার মধ্যে ২০ জনই টেরিটোরিয়াল আর্মি।

শনিবারই ধসে বিধ্বস্ত এলাকা থেকে আরও ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ভয়াবহ এই ধসে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখনও খোঁজ মেলেনি ৩২ জনের।

এর মধ্যেই আবারও ধস নামল নোনিতেই। সেই দৃশ্য ধরা পড়েছে মণিপুর মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং অ্যাসোসিয়েশনের ক্যামেরায়।

তবে এই ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি বলেই সূত্রের খবর। নাগাড়ে বৃষ্টিতে নোনে জেলায় দফায় দফায় ধস নামছে। নতুন ভূমিধসের ভিডিও ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণস্থলের কাছে ১০৭ টেরিটোরিয়াল আর্মি ক্যাম্পে ধস নামে। এখনও পর্যন্ত ২৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে।

মৃতদের মধ্যে রয়েছেন দার্জিলিং (১০৭ নম্বর টেরিটোরিয়াল আর্মি ইউনিট)-এর ৯ জওয়ান। এখনও নিখোঁজ অনেকে। ইজাই নদীর কাছে ধ্বংসস্তূপে তাঁরা চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সেনা, অসম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মির সঙ্গেই উদ্ধারকাজে হাত লাগিয়েছে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপের নীচে আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

মণিপুরের ধসে কার্যত তছনছ হয়ে গিয়েছে অসমের মরিগাঁওয়ের লাহরিঘাটের বাসিন্দাদের জীবন। ধসে চাপা পড়া ব্যক্তিদের মধ্যে লাহরিঘাটের ১৭ জন-সহ মরিগাঁও জেলার বাসিন্দাই ২৩ জন।

জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ টি মৃত উদ্ধার হয়েছে। তার মধ্যে আটজন সেনা জওয়ান। চারজন মণিপুরেরই নাগরিক। তুপুল এলাকাই ধসে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখনও সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা এবং বিপর্যয় মোকাবিলা দল। যদিও খারাপ আবহাওয়ার জেরে সেখানে উদ্ধারকাজে দেরি হচ্ছে।