গ্যাংটক, ২২ এপ্রিল – সিকিমে ধস নেমে বন্ধ হয়ে গেল যান চলাচল। বিপাকে পড়েন পর্যটকরা। রবিবার রাতে সিকিমের মঙ্গন এলাকায় বড়সড় ধস নামে। মঙ্গন থেকে ডিকচু যাওয়ার পথে এই ধস নেমেছে বলে জানা গেছে। এর জেরে রাস্তা আটকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পর্যটক সহ কোনও গাড়ি মঙ্গনের এই রাস্তায় চলাচল করতে দেওয়া হচ্ছে না। ফলে বেড়াতে গিয়ে অনেকেই মুশকিলে পড়েন। সূত্রের খবর, পরিস্থিতি স্বাভাবিক করতে বিআরও-র সাহায্য নিতে হয় প্রশাসনকে।