• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

ধস-হড়পা বান-প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, অবরুদ্ধ রাস্তা, সমস্যায় পর্যটকরা

গ্যাংটক, ১১ জুন– দক্ষিণ সিকিমের নামচি জেলা ধস ও হড়পা বানের ধাক্কা সামলে না উঠতেই সোমবার রাতের প্রবল বর্ষণে বিপর্যস্ত পূর্ব সিকিমের বিস্তীর্ণ এলাকা৷ ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়ক, সিংতামের শান্তিনগর এবং গ্যাংটকে৷ সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক সোমবার রাত থেকে অবরুদ্ধ হয়েছিল৷ জাতীয় সড়ক জুডে় বোল্ডার, গাছ, জলকাদা জমে আছে৷ শান্তি নগর, সিংটামে

গ্যাংটক, ১১ জুন– দক্ষিণ সিকিমের নামচি জেলা ধস ও হড়পা বানের ধাক্কা সামলে না উঠতেই সোমবার রাতের প্রবল বর্ষণে বিপর্যস্ত পূর্ব সিকিমের বিস্তীর্ণ এলাকা৷ ধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়ক, সিংতামের শান্তিনগর এবং গ্যাংটকে৷ সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক সোমবার রাত থেকে অবরুদ্ধ হয়েছিল৷ জাতীয় সড়ক জুডে় বোল্ডার, গাছ, জলকাদা জমে আছে৷ শান্তি নগর, সিংটামে রাস্তাটি অবরুদ্ধ হয়ে পড়ায় যানজট তীব্র হয়েছে৷
মঙ্গলবার সকালের পর ১০ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়ি থেকে একমুখী যান চলাচল শুরু হলেও দীর্ঘ গাড়ির লাইন পড়েছে৷ সেখানে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে৷ রাতভর প্রবল বৃষ্টির জন্য রানিখোলা নদী ফুলেফেপে উঠে রাস্তায় ঝাঁপিয়েছে৷ বিভিন্ন বাড়িতে নদীর জল ঢুকেছে৷ ভেসেছে গাড়ি৷ সিংটামে এদিন সকালেও হাঁটার পথ ছিল না৷ এদিন হতাহতের খবর না মিললেও প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে৷
সিকিমের অন্যতম পর্যটনকেন্দ্র মেঙ্গলি, ইয়াংগাং, নামচি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেখানে পলি, বালিতে তলিয়েছে রাস্তা৷ ঘরবাড়ি ভেসেছে৷ রোলেপে ভূমিধসের সঙ্গে ছিল হড়পা বানের দাপট৷ প্রচুর গাছ উপড়ে পড়েছে৷ ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে গ্যাংটকের শিবমন্দিরের কাছে৷ রবিবার রাতে প্রবল বর্ষণের জেরে হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত হয় দক্ষিণ সিকিমের নামচি জেলার বিস্তীর্ণ এলাকা৷ ঘুমন্ত অবস্থায় ধসে চাপা পড়ে জলের তোরে ভেসে এক মহিলা-সহ তিনজনের মৃতু্য হয়৷
ইয়াংগাং-এর মাজওয়া গ্রামের ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সিকিম মন্ত্রিসভা আর্থিক সাহায্য অনুমোদন করেছে৷ এছাড়াও বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷ মঙ্গলবার সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পকিয়ং মহকুমার লাটুক ঠেক থেকে রোলেপ রাস্তা মঙ্গন মহকুমার ফিডং সাংটক রাস্তা ধসে অবরুদ্ধ আছে৷