• facebook
  • twitter
Friday, 17 January, 2025

২৫ বছরে প্রথমবার, দিল্লি নির্বাচনে লড়ছে না আরজেডি

বিহারের জনতা দল ইউনাইটেড এবং এলজেপি (আর) এনডিএ-র সঙ্গে দিল্লি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড এবং এলজেপি (আর) এনডিএ-র সঙ্গী হিসেবে দিল্লি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে লালু যাদবের রাষ্ট্রীয় জনতা দল নির্বাচন থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। দিল্লির নির্বাচনী ইতিহাসে এই প্রথম লালুর দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না।

২০২০ সালের নির্বাচনে, লালুর দল কংগ্রেসের সঙ্গে জোট করে ময়দানে নেমেছিল। সেই নির্বাচনে, আরজেডি দিল্লির ৪টি আসনে প্রার্থী দিয়েছিল। যদিও কোনও আসনেই জিততে পারেননি প্রার্থীরা।

রাষ্ট্রীয় জনতা দল গঠনের পর, ১৯৯৮ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী দেয় তারা। লালু দিল্লিতে দলের প্রতীকে ১৩ জন প্রার্থী দাঁড় করিয়েছিলেন। সেই নির্বাচনে সাফল্য আসেনি, তবে নবগঠিত আরজেডি প্রায় ১৫ হাজার ভোট পেয়েছিল।

২০০৩ সালে, আরজেডি ৭টি আসনে প্রার্থী দিয়েছিল। সেই নির্বাচনে দলটি প্রায় ৫ হাজার ভোট পেয়েছিল। ২০০৮ সালে, আরজেডি ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেবার অবশ্য আরজেডি ৩৯,৭১৩ ভোট পেয়েছিল। আরজেডি ২০১৩, ২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু একজন প্রার্থীও জয় পাননি।