জমির বিনিময়ে চাকরি মামলায় জামিন পেলেন লালু, তেজস্বী, তেজপ্রতাপ
জমির বিনিময়ে চাকরি মামলায় বড়সড় স্বস্তি পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব।জামিন পেয়েছেন তাঁর দুই ছেলে-সহ মোট ৯ জন। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত এদিন 'ল্যান্ড ফর জব স্ক্যাম' মামলায় নয় অভিযুক্তকে ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে।