• facebook
  • twitter
Friday, 22 November, 2024

খালি হাতে অস্ত্রধারী লালফৈাজের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন ভারতীয় মেষপালকেরা, ভাইরাল ভিডিও

লাদাখ, ৩১ জানুয়ারি– যেন তেন প্রকারে ভারতীয় ভূখণ্ড কুক্ষিগত করাই চিনের একমাত্র ধ্যানজ্ঞান৷ আর সেই মতলবে নানা সময়ে ভারতের গালোয়ান ত্রিসীমানায় ঢুকে পড়তে দেখা যায় লাল ফৌজকে৷ আগেও লাদাখের ভারতীয় সীমানায় ঢুকে পড়ে ভারতীয় সেনার হাতে মোক্ষম জবাব পেয়ে পেছোতে হয়েছে তাদের৷ তবে তাতে কোনও শিক্ষা না নিয়ে ফের চেষ্টা করেই চলেছে চিন৷ এবার তার

লাদাখ, ৩১ জানুয়ারি– যেন তেন প্রকারে ভারতীয় ভূখণ্ড কুক্ষিগত করাই চিনের একমাত্র ধ্যানজ্ঞান৷ আর সেই মতলবে নানা সময়ে ভারতের গালোয়ান ত্রিসীমানায় ঢুকে পড়তে দেখা যায় লাল ফৌজকে৷ আগেও লাদাখের ভারতীয় সীমানায় ঢুকে পড়ে ভারতীয় সেনার হাতে মোক্ষম জবাব পেয়ে পেছোতে হয়েছে তাদের৷ তবে তাতে কোনও শিক্ষা না নিয়ে ফের চেষ্টা করেই চলেছে চিন৷ এবার তার অন্যথা হল না৷

এবার ঘটনাটিও লাদাখেরই৷ গালোয়ান সংঘর্ষের পর থেকে গত সাডে় তিন বছর পূর্ব লাদাখে মেষ চড়ানো বন্ধ করে দিয়েছিল রাখালরা৷ ফের ওই অঞ্চলে মেষ চড়াতে গিয়েছিলেন স্থানীয়রা বাসিন্দারা৷ সূত্রের খবর, ঘটনাটি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের৷ মেষ চড়াতে গেলে বাধা দেয় সশস্ত্র চিনা সেনা৷ তখনই রাখালদের সঙ্গে বচসা শুরু হয়৷ সেই বচসার এক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ আর তাতে দেখা গিয়েছে, সাহসের সঙ্গে চিনা সৈনিকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন স্থানীয় মেষপালকেরা৷ মেষপালকদের সঙ্গে চিনের পিপলস লিবারেশন আর্মি সেনার বচসার ভিডিও ভাইরাল হয়েছে৷ দেখা গিয়েছে, রাখালদের মেষ চড়াতে বাধা দিচ্ছে চিনা সেনারা৷ যদিও রাখালরা জানিয়ে দেন, তারা ভারতীয় ভূখণ্ডেই রয়ছেন৷ বরং সীমান্ত লঙ্ঘন করেছেন চিনা সেনারাই৷ মেষপালকদের এমন সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটিজেনরা৷

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নিজেদের অধিকার বুঝে নিতে লালফৌজের সঙ্গে রীতিমতো হাতাহাতিতেও জড়ান ওই মেষপালকেরা৷ এমনকী ভারতীয় রাখালরা চিনা সেনাবাহিনীর সাঁজোয়া গাডি় লক্ষ্য করে পাথর ছোডে়ন৷ চুশুলের কাউন্সিলর কনচোক স্ট্যানজিন দুই পক্ষের সংঘর্ষের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন৷ যা অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়৷ খালি হাতে অস্ত্রধারী চিনা সেনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘটনার প্রশংসা করছে নেটিজেনরা৷ তবে এই ঘটনার পর লালফৌজন পালটা পদক্ষেপ করে কিনা সেটাও দেখার৷