খার্তুম, ২৯ মে – সুদানে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে মোতায়েন আছে ভারত এবং চিনের জওয়ানরা। সেখানে শান্তিরক্ষা মিশনের অংশ হিসাবে দুই দেশের মধ্যে দড়ি টানাটানি খেলা হয়। তাতেই ভারতের সামনে চিৎপাত চিন। দুই দেশের সেনাদের দড়ি টানাটানির লড়াইয়ে জয়ী হল ভারত।
ভারতের সঙ্গে চিনের কূটনৈতিক সম্পর্কে অনেকটাই বদল ঘটেছে। ডোকালাম সংঘাত, তারপর লাদাখ সীমান্তের ইস্যু নিয়েও দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। প্রায় ২০ দফা আলোচনা পর্ব চললেও চিন নিজের অবস্থানে অনড়। এই অবস্থায় ভারতীয় সেনার সামনে মুখ থুবড়ে পড়ল চিনের জওয়ানরা। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
সীমান্ত সংঘর্ষের ইস্যুতে দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক যেমনই থাকুক না কেন, জওয়ানদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা থাকে । সুদানে আবার তাঁরা একসঙ্গে শান্তি রক্ষার কাজে নিয়োজিত। তাই ভারত-চিন সেনাবাহিনীর এই দড়ি টানাটানি খেলার ভিডিও অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় ।
দুই দেশের বাহিনীর হাড্ডাহাড্ডি লড়াই। কেউ সমর্থন করছেন ভারতকে, কেউ আবার চিনের হয়ে চেঁচিয়ে মাত করছেন। চিনকে এক চুল জমি ছাড়তে নারাজ ভারতীয় সেনা। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জিতে যায় ভারত। তবে এই যুদ্ধ সীমান্তে নয়, বরং শান্তি স্থাপন মিশনেই হয়ে গেল ভারত-চিনের যুদ্ধ।
লাদাখের গালওয়ান সীমান্তে চিনা সেনার অনুপ্রবেশের ঘটনার আরও আগে অরুণাচলের তাওয়াং সেক্টরে একই রকম ঘটনা ঘটেছিল। পূর্ব সেক্টরে অরুণাচলকে নিজেদের এলাকা বলে দাবি করেছিল চিন। তবে সেই সময়ও ভারতীয় জওয়ানরা চিনা সেনার সেই আগ্রাসনকে রুখে দিয়েছিল। গালওয়ানের ঘটনার পরই ভারত তুলনামূলক আগ্রাসন বৃদ্ধি করতে থাকে চিনের প্রতি। কেন্দ্রীয় সরকারও একাধিক ব্যবস্থা নিয়েছিল প্রতিবেশী দেশের বিরুদ্ধে। তবে সমস্যার সমাধান সূত্র এখনও মেলেনি।
প্রসঙ্গত, পড়শি দেশ হলেও, চিনের সঙ্গে বরাবরই আদায়-কাঁচকলায় সম্পর্ক ভারতের। বিভিন্ন সময়ে চিনা আগ্রাসনের মুখে পড়তে হয়েছে ভারতকে। পাল্টা জবাবও দিয়েছে ভারত।