ভাইপোর সেক্স স্ক্যান্ডেলে দেবগৌড়াকে জড়ানোয় বেজায় ক্ষিপ্ত কুমারস্বামী

বেঙ্গালুরু, ২৯ এপ্রিল– বর্তমানে দেবগৌড়া পরিবারের কেচ্ছায় মুখর কর্ণাটক৷ ভোটের মুখে বাড়ির কাজের মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতির বিরুদ্ধে৷ সেই অশ্লীল ভিডিওকে ঘিরে শোরগোল শুরু হতেই অভিযুক্ত ভাইপো প্রজ্জ্বল রেভান্নাকে নিয়ে মুখ খুললেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী৷ বেজায় বিরক্ত কুমারস্বামী বলেন, ‘এই ঘটনার সঙ্গে দেবেগৌড়াকে জড়াবেন না৷ আমরা মহিলাদের সম্মান করি৷’
সোমবার কুমারস্বামী বলেন, ‘কেউ যদি অপরাধী হয় তাঁকে ক্ষমা করার কোনও প্রশ্নই ওঠে না৷ যদি ঘটনা সত্যি হয় তবে ওঁকে শাস্তি পেতেই হবে৷ সত্যিটা সামনে আসতে দিন৷ ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে৷’ পাশাপাশি ওই অশ্লীল ভিডিওতে পরিবারের সদস্যদের নাম না জড়ানোর আবেদন জানিয়ে কুমারস্বামী বলেন, ‘আমাকে এবং দেবেগৌড়ার নাম এই ঘটনার সঙ্গে দয়া করে জড়াবেন না৷ আমরা মহিলাদের সম্মান করি৷’
সম্প্রতি প্রজ্জলের বেশ কিছু অশ্লীল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ অভিযোগ ওঠে, তাঁর বাডি়তে কাজ করা এক মহিলাকে টানা তিন বছর ধরে যৌন হেনস্থা করেছেন প্রজ্জল৷ সেই ভিডিও প্রকাশ্যে আসতেই দেবেগৌড়ার নাতির বিরুদ্ধে তদন্তের দাবিতে সরব হয় রাজ্য মহিলা কমিশন৷ এর পরই গোটা ঘটনার তদন্তে সিট গঠন করে কর্ণাটকের কংগ্রেস সরকার৷ এদিকে তদন্ত শুরু হতেই বেঙ্গালুরু ছেড়ে জার্মানি চলে যান অভিযুক্ত৷ ভিডিওকে ‘ভুয়ো’ বলে দাবি করেছেন অভিযুক্ত সাংসদ৷ পাশাপাশি জেডিএসের তরফে অভিযোগ করা হয়েছে, রেভান্নার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে এই ভিডিওতে ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে রেভান্নার মুখ ব্যবহার করা হয়েছে৷