• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

এনআইএর প্রধান হলেন কুলদীপ সিং

জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র অতিরিক্ত দায়িত্ব পেলেন সিআরপিএফের ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং।

এনআইএ (Photo: IANS)

জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র অতিরিক্ত দায়িত্ব পেলেন সিআরপিএফের ডিরেক্টর জেনারেল কুলদীপ সিং। শনিবার এক নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, আধা সামরিক বাহিনী সিআরপিএফের শীর্ষপদের দায়িত্ব পালনের পাশাপাশি এনআইএ’র ডিরেক্টর জেনারেল পদে বসবেন কুলদীপ সিং। 

এনআইএ’র বর্তমান প্রধান ওয়াই সি মােদি আগামী ৩১ মে, সােমবার অবসর নেবেন। তারপর থেকে নতুন দায়িত্ব সামলাবেন কুলদীপ সিং। উল্লেখ্য, ১৯৮৪ ব্যাচের ক্যাডার ওয়াই সি মােদিকে ২০১৭ সালে এনআইএ’র প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। দেশে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে কাজ করেছিল এনআইএ। ওয়াই সি মােদি’র নেতৃত্বে এনআইএ অনেক গুরুত্বপূর্ণ কাজে সফল হয়েছেন। 

রাষ্ট্রসংঘ গত মার্চ মাসে একটি রিপাের্ট প্রকাশ করেছে। সেই রিপাের্টে বলা হয়েছে, ভারতে জেহাদের বিষ ছড়াতে তৈরি কুখ্যাত আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-খােরাসন। ভারতীয় উপমহাদেশে এবারে এই সংগঠনটির দায়িত্ব নিয়েছে কুখ্যাত সন্ত্রাসবাদী শাহিব-আল-মুহাজির। ফলে আগামী দিনে সন্ত্রাসবাদকে দমন করা এনআইএ’র কাছে একটা বড় চ্যালেঞ্জ। সেকথা মাথায় রেখেই এনআইএ’র প্রধান কা হল কুলদীপ সিংকে।