• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

ফের অশান্ত মণিপুরে বনধের ডাক কুকি গোষ্ঠীর, জারি কার্ফু 

ফের অশান্ত মণিপুর। সিআরপিএফের গুলিতে ১১ জন সন্দেহভাজন কুকি জঙ্গির মৃত্যুর খবর পাওয়ার পর  সোমবার রাত থেকেই কার্ফু জারি করা হয়েছে জিরিবাম জেলায়। রাতে আবার পশ্চিম ইম্ফল জেলায় সশস্ত্র কুকি জঙ্গিরা হামলা চালান বলে অভিযোগ। ঘটনায় ২ জন সাধারণ মানুষ জখম হন। সেই সঙ্গে মঙ্গলবার জিরিবামে একটি দগ্ধ বাড়ি থেকে দুই প্রৌঢ়ের দেহ উদ্ধার করা হয়। এদিকে সোমবার আসামের সীমান্তবর্তী জেলায় কুকি জঙ্গিদের হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ২ জন জওয়ানও আহত হন।

ফের অশান্ত মণিপুর। সিআরপিএফের গুলিতে ১১ জন সন্দেহভাজন কুকি জঙ্গির মৃত্যুর খবর পাওয়ার পর  সোমবার রাত থেকেই কার্ফু জারি করা হয়েছে জিরিবাম জেলায়। রাতে আবার পশ্চিম ইম্ফল জেলায় সশস্ত্র কুকি জঙ্গিরা হামলা চালান বলে অভিযোগ। ঘটনায় ২ জন সাধারণ মানুষ জখম হন। সেই সঙ্গে মঙ্গলবার জিরিবামে একটি দগ্ধ বাড়ি থেকে দুই প্রৌঢ়ের দেহ উদ্ধার করা হয়। এদিকে সোমবার আসামের সীমান্তবর্তী জেলায় কুকি জঙ্গিদের হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ২ জন জওয়ানও আহত হন। তাঁদের আসামের শিলচর মেডিকেল কলেজে চিকিৎসা হয়।

সোমবারের ভয়াবহ গুলি লড়াইয়ের পর মঙ্গলবারও কার্ফু জারি রয়েছে জিরিবামের বেশ কিছু জায়গায়। সোমবার রাতে গুলির লড়াই চলে পশ্চিম ইম্ফলে। সেখানে কুকি জঙ্গিদের গুলিতে ২ জন আহত হন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে জিরিবামের একটি বাড়ির ভিতর থেকে দুই প্রৌঢ়ের দগ্ধ দেহ উদ্ধার করা হয়। গোটা জিরিবাম জেলা জুড়ে কার্ফু জারি রয়েছে। অন্য দিকে, ১১ জনের মৃত্যুর ঘটনায় একাধিক জায়গায় বন্‌ধ ঘোষণা করেছে কুকি গোষ্ঠী। প্রসঙ্গত কুকি গোষ্ঠীগুলি এই ১১ জনকে ‘গ্রাম স্বেচ্ছাসেবক’ বলে উল্লেখ করেছে। 
 
সোমবার দুপুরে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের শিবিরে হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। সিআরপিএফ পাল্টা গুলি চালালে হামলাকারীদের ১১ জন নিহত হয়। কেন্দ্রীয় বাহিনীর অনুমান, নিহতেরা সকলেই কুকি জঙ্গি।সন্দেহভাজন কুকি জঙ্গিরা জিরিবামের একটি থানায় দুই দিক থেকে আক্রমণ চালালে সংঘর্ষ শুরু হয়। থানার পাশে রয়েছে একটি ত্রাণ শিবিরও। হামলাকারীরা ওই ত্রাণ শিবিরকে লক্ষ্য করেও হামলা চালাতে চেয়েছিল বলে জানা যায়। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, একজন পুলিশ আধিকারিক জিরিবাম থেকে ফোনে জানান, হামলাকারীরা সম্ভবত অটোরিকশায় চেপে এসেছিল। জিরিবামের বোরোবেকরার এই থানাটি গত কয়েকমাসে বেশ কয়েকবার হামলাকারীদের আক্রমণের মুখে পড়েছে। থানায় আক্রমণ করার পর, সন্দেহভাজন কুকি জঙ্গিরা থানা থেকে প্রায় ৪০০ মিটার দূরে জাকুরাডোর করোং-এ একটি ছোট বসতির দিকে ছড়িয়ে পড়ে এবং সেখানকার বাড়িগুলিতে আগুন লাগিয়ে দেয়। গুলিযুদ্ধের পর নিরাপত্তা বাহিনী এলাকা থেকে রকেট চালিত গ্রেনেড এবং একে সিরিজের অ্যাসল্ট রাইফেল উদ্ধার করে।
 
গত বৃহস্পতিবার রাতে হমার উপজাতির একজন মহিলাকে সন্দেহভাজন জঙ্গিরা হত্যা করে। তারা জিরিবামে ঘরবাড়িতে আগুনও ধরিয়ে দেয়। হত্যার আগে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে থানায় অভিযোগ করেন ওই মহিলার স্বামী। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একদিন পরে, মেইতেই সম্প্রদায়ের একজন মহিলা ধান ক্ষেতে কাজ করার সময় সন্দেহভাজন কুকি জঙ্গিদের গুলিতে নিহত হন বলে খবর মেলে।
 
সোমবারের পর মঙ্গলবারও জিরিবামের বিভিন্ন এলাকা জুড়ে তল্লাশি চলে। মঙ্গলবার সকালে, সন্দেহভাজন কুকি জঙ্গিরা ইম্ফলের পূর্বের পাহাড় থেকে গুলি চালালে একজন কৃষক আহত হন। ধান কাটার মরশুমে এই লাগাতার হামলায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কাজে যেতে ভয় পাচ্ছেন কৃষকরা। জিরিবামে যাতে নতুন করে অশান্তি না ছড়ায় তার জন্য সিআরপিএফ জওয়ানের সংখ্যাও বাড়ানো হয়েছে।