• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

জানেন কি আপনি কোন ধরনের?

এ আবার কেমন কথা? আমি কেমন ধরনের মানে? আরে না, না, কেমন মানুষ জিজ্ঞেস করছি না৷ বলছি এই যে আমরা সকলেই কোন না কোনও সময়ে কোথাও না কোথাও বেড়াতে যাই৷ তা এই বেড়ানোর ধরণ হিসেবে আপনি কেমন ধরনের? ১৯৭২ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক এরিক কোহেন প্রথম চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী পর্যটকদের

এ আবার কেমন কথা? আমি কেমন ধরনের মানে? আরে না, না, কেমন মানুষ জিজ্ঞেস করছি না৷ বলছি এই যে আমরা সকলেই কোন না কোনও সময়ে কোথাও না কোথাও বেড়াতে যাই৷ তা এই বেড়ানোর ধরণ হিসেবে আপনি কেমন ধরনের?
১৯৭২ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক এরিক কোহেন প্রথম চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী পর্যটকদের প্রকারভেদ তুলে ধরেন৷ যদিও এরপর পর্যটনশিল্পে অনেক বদল এসেছে, তবে ভ্রমণকারীদের বোঝার জন্য এখনো গাইড হিসেবে ব্যবহূত হয়ে আসছে কোহেনের পর্যটন টাইপোলজি৷
ভাসমান পর্যটক
এই দলের ভ্রমণকারীরা লোকালয়ে থাকতে পছন্দ করেন৷ তবে হোটেলের চার দেওয়ালে নিজেদের বন্দী করতে চান না৷ আ্যাডভেঞ্চার পছন্দ করেন৷ নিজেদের ভ্রমণ কেমন হবে, নিজেরাই নির্ধারণ করেন৷ এ ধরনের ভ্রমণকারীরা অপরিচিত বা নতুন জায়গায় খেতে বা কেনাকাটা করতে পছন্দ করেন৷ এ ধরনের পর্যটকেরা নতুনত্ব খোঁজেন, স্বাধীনভাবে ঘুরতে পছন্দ করেন৷
অনুসন্ধানী পর্যটক
এ ধরনের পর্যটকেরা অনেকটা ভাসমানের মতোই৷ নতুনত্ব খোঁজেন, স্বাধীনভাবে ঘুরতে পছন্দ করেন৷ সে দেশের সাংস্কৃতিক অভিজ্ঞতাগুলোও উপভোগ করতে চান৷ তবে দিন শেষে তাঁরা হোটেলের বালিশে মাথা রেখে ঘুমাতে পছন্দ করেন৷ এ ধরনের পর্যটকেরা সাধারণত স্থানীয় খাবার খান, স্থানীয় দোকানে কেনাকাটা করেন৷ তবে পছন্দের পরিচিত খাবারের দোকান পেলে সেখানে গিয়েও এক বেলা পেট পুরে খেয়ে নেন৷
স্বতন্ত্র গণপর্যটক
এই পর্যটকেরা পরিচিত জিনিস খুঁজে বেড়ান৷ এ ধরনের পর্যটক পরিচিত খাবার চান, চেনা ভাষায় যোগাযোগ করতে স্বচ্ছন্দ্য বোধ করেন৷ যে ধরনের বাসস্থানের সঙ্গে পরিচিত, সেগুলোতে থাকতে চান৷ ভ্রমণের সময় স্থানীয় টু্যর গাইড ব্যবহার করেন৷ তবে এ ধরনের ভ্রমণকারীরা দলগতভাবে ভ্রমণ করার চেয়ে একা একা ঘুরতে পছন্দ করেন৷ এই পর্যটকেরা পরিচিতদের নিয়ে দলগতভাবে ভ্রমণ করেন৷
সংগঠিত গণপর্যটক
এই পর্যটকেরাও পরিচিতদের খোঁজেন৷ এ ধরনের পর্যটকেরা প্রতিবারই নতুনত্বের চেয়ে পরিচিত জায়গা বা জিনিস খোঁজেন এবং দলগতভাবে ভ্রমণ করেন৷ এ ধরনের ভ্রমণকারীদের একটি ভ্রমণপথের পরিকল্পনা থাকে, তাঁরা সেটাই অনুসরণ করেন৷