জানেন কি আপনি কোন ধরনের?
এ আবার কেমন কথা? আমি কেমন ধরনের মানে? আরে না, না, কেমন মানুষ জিজ্ঞেস করছি না৷ বলছি এই যে আমরা সকলেই কোন না কোনও সময়ে কোথাও না কোথাও বেড়াতে যাই৷ তা এই বেড়ানোর ধরণ হিসেবে আপনি কেমন ধরনের? ১৯৭২ সালে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক এরিক কোহেন প্রথম চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী পর্যটকদের