• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গোয়ায় তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব পেলেন কীর্তি আজাদ

এবার সৈকত রাজ্য রীতিমতো কোমর বেঁধে নামছে তৃণমূল। যদিও সাম্প্রতিক শেষ হওয়া গোযা বিধানসভা নির্বাচনে কার্যত খালি হাতেই ফিরতে হয়েছে তৃণমূলকে।

  • এবার সৈকত রাজ্য রীতিমতো কোমর বেঁধে নামছে তৃণমূল। যদিও সাম্প্রতিক শেষ হওয়া গোযা বিধানসভা নির্বাচনে কার্যত খালি হাতেই ফিরতে হয়েছে তৃণমূলকে।

মহারাষ্ট্র মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে জোট করে মাত্র ১ টি আসনে থেমে যেতে হয়েছে জোড়াফুল শিবিরকে।

এখানেই শেষ নয় দিন কয়েক আগে দল ছেড়েছেন রাজ্য সভাপতি কিরণ কাণ্ডলকর সহ একাধিক রাজ্য নেতা। তার মধ্যে কীর্তি আজাদকে সৈকত রাজ্যের পর্যবেক্ষক হিসাবে নাম ঘোষণা করল তৃণমূল।

এর আগে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কে এই রাজ্যের পর্যবেক্ষক নিয়োগ করেছিল তৃণমূল কংগ্রেস এবার সেই দায়িত্ব দেওয়া হলো কীর্তি আজাদকেউ।

এর আগে এই রাজ্য সহ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন সুস্মিতা দেব ও সৌরভ চক্রবর্তী।

তবে তাতেও সাফল্য আসেনি। ভোটের পর পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় মহুয়া মৈত্রকে।

এর পর বেশ কিছুদিন অস্থায়ীভাবে গোয়ার তৃণমূলের রাজনৈতিক কাজকর্ম দেখছিলেন হরিয়ানার নেতা অশোক তানওয়ার, তবে ইদানীং তাঁর সঙ্গে দলের দূরত্ব বেড়েছে, এবার পাকাপাকি সেই দায়িত্ব সামলাবেন কীর্তি আজাদ।