• facebook
  • twitter
Sunday, 6 April, 2025

অনুষ্ঠানে প্লাস্টিকের জলের বোতল ব্যবহার বন্ধের নির্দেশ কেরলে

পরিবেশ দূষণে ভারতীয় রেলের সমালোচনা করেছে কেরল হাই কোর্ট। আদালতের বক্তব্য, রেললাইনগুলিকে আবর্জনামুক্ত রাখা রেলের দায়িত্ব।

প্রতীকী চিত্র

প্লাস্টিকের জলের বোতল ব্যবহার বন্ধ করতে রাজ্য সরকারকে উদ্যোগী হতে বলেছে কেরলের উচ্চ আদালত। পরিবেশ রক্ষা সংক্রান্ত এক মামলায় কেরল হাইকোর্ট বলে, বিয়েবাড়ির অনুষ্ঠানে প্লাস্টিকের জলের বোতল ব্যবহার বন্ধ করা উচিত। পরিবেশ রক্ষা করতে রাজ্য সরকারকে উদ্যোগী হওয়ার কথা বলেছে আদালত। কীভাবে প্লাস্টিকের ব্যবহার আরও কমানো যায় সে ব্যাপারেও উদ্যোগী হওয়ার কথা বলা হয়েছে।

দৈনন্দিন জীবনে ক্রমশই বেড়ে চলেছে প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিকের ব্যবহার রোধ করতে হিমশিম খেতে হচ্ছে পরিবেশবিদদের। বারবার এই ব্যাপারে সতর্ক করলেও কোনও ফল মেলেনি। এবার হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল, খুব প্রয়োজন ছাড়া রাজ্যে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করতে উদ্যোগী হোক রাজ্য সরকার।

হাইকোর্ট জানিয়েছে পরিবেশ দূষণের কথা মাথায় রেখেই বিয়ের অনুষ্ঠানে প্লাস্টিকের পানীয় জলের বোতল ব্যবহার করা একেবারেই উচিত নয়। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০১৬ সম্পর্কিত বিষয়গুলির উপর একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানির সময় একথা জানিয়েছে হাইকোর্ট।বিচারপতি জানান, পুনরায় ব্যবহার করা যায় না এমন প্লাস্টিক সম্পূর্ণভাবে রাজ্য থেকে সরাতে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। বিচারপতি জানান, শুধু বিয়েবাড়ি নয়, কোনও সরকারি অনুষ্ঠানেও ছোট প্লাস্টিকের বোতল ব্যবহার করা উচিত নয়। যে প্লাস্টিক এক বার ব্যবহারের পর ফেলে দিতে হয়, তার ব্যবহার যতটা সম্ভব কমাতে হবে।

কেরল হাইকোর্টের বিচারপতিরা সরকারের কাছ থেকে জানতে চান, কীভাবে প্লাস্টিকের পানীয় জলের বোতলের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব। এর জবাবে সরকারি আইনজীবী আদালতে জানান, ১০০ জনের বেশি লোক জমায়েত হয়, এমন অনুষ্ঠানে প্লাস্টিক ব্যবহারের জন্য লাইসেন্স প্রয়োজন। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির এই লাইসেন্স দেওয়ার ক্ষমতা রয়েছে। যদিও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বিভাগের বিশেষ সচিব বলেন, বিয়ের অনুষ্ঠানে হাফ লিটার জলের বোতল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে।

প্রসঙ্গত, কেরলে প্লাস্টিক ব্যবহারে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। ১০০ জনের বেশি মানুষের জমায়েত হতে পারে, এমন কোনও অনুষ্ঠানে প্লাস্টিক ব্যবহার করতে হলে লাইসেন্স নিতে হয়। স্থানীয় কিছু স্বায়ত্তশাসিত সংস্থা এই লাইসেন্স দিয়ে থাকে।

পরিবেশ দূষণে ভারতীয় রেলের সমালোচনা করেছে কেরল হাই কোর্ট। আদালতের বক্তব্য, রেললাইনগুলিকে আবর্জনামুক্ত রাখা রেলের দায়িত্ব। লাইনের উপর কেউ যাতে ময়লা না ফেলেন, প্লাস্টিক বা অন্য আবর্জনা যাতে সেখানে না ফেলা হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। রেলকেও এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, রেলপথ পরিষ্কার রাখার দায়িত্ব ভারতীয় রেলকেই নিতে হবে। রেলকে দায়বদ্ধ হতেই হবে।

News Hub