আগামী শনি ও রবিবার সম্পূর্ণ লকডাউন থাকবে কেরলে, এমনটাই জানানাে হয়েছে কেরল সরকারের তরফে। সেই সঙ্গে দৈনিক করােনা নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানাের নির্দেশ দেওয়া হয়েছে। দৈনিক তিন লক্ষ নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সরকারের তরফে।
গত ১২ ও ১৩ জুন যেভাবে সম্পূর্ণ লকডাউনের ঘােষণা করা হয়েছিল, সেভাবেই চলতি মাসে ২৪ ও ২৫ জুলাই সম্পূর্ণ লকডাউন থাকবে কেরলে।
সংক্রমণ কমাতে প্রয়ােজনে স্থানীয়ভাবে আরও বিধিনিষেধের কড়াকড়ি করা হবে। গত ১৬ জুলাই থেকে তিনদিনের জন্য কেরলে কিছুটা বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। বকরি ইদ উপলক্ষে এই ছাড়ের কথা ঘােষণা করে কেরল সরকার। কিন্তু এর জন্য সুপ্রিম কোর্টে ১৯ জুলাই ভসনার মুখে পড়তে হয় কেরল সরারকে।