এদিকে অরবিন্দ কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা ৩২০-তে পৌঁছে যাওয়ায় তাঁকে জেলেই ইনসুলিন দেওয়া হয়েছে। জেল কর্তৃপক্ষ সূত্রে খবর, সোমবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীর রক্তে শর্করার মাত্রা ৩২০-তে পৌঁছয়। তারপরই তাঁকে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েক দিন ধরেই কেজরিওয়ালের শারীরিক অসুস্থতা ঘিরে বিতর্ক শুরু হয়েছে। আম আদমি পার্টির তরফে বার বার অভিযোগ করা হচ্ছে, কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি। কিন্তু তাঁকে ইনসুলিন দেওয়া হচ্ছে না। একই অভিযোগ করতে শোনা যায় কেজরিওয়ালকেও।