দিল্লি, ৫ জুন– ফের আপ প্রধানের আবেদন নাকোচ করে দিল আদালত৷ আপাতত দিল্লির মুখ্যমন্ত্রী অবরবিন্দ কেজরিওয়ালের ঠিকানা তিহাড়ই৷ অন্যদিকে, কেজরির জেলযাত্রা দিল্লিবাসীর মনে কোনও সহানুভূতিই সৃষ্টি করতে পারেনি যার প্রমাণ দিল্লিতে আপের হার৷ দিল্লি থেকে আপ প্রায় ধুয়ে-মুছে সাফ হয়ে গিয়েছে৷ কম মার্জিনে হলেও দিল্লির ৭টি আসনই জয় করেছে বিজেপি৷
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিল রাউস অ্যাভিনিউ কোর্ট৷ আগামী ১৯ জুন পর্যন্ত তাঁকে জেল হেফাজতেই থাকার নির্দেশ দিয়েছে আদালত৷ আদালত সূত্রে জানা গিয়েছে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ গত ১ জুন শেষ হয়৷ সেই মেয়াদ ফুরানোর আগেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও ৭ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল৷ যার প্রেক্ষিতে গত ১ জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে দীর্ঘ শুনানি হয়৷ দীর্ঘ শুনানির পর অবশেষে অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন ৫ জুন পর্যন্ত স্থগিত রাখেন বিচারক কাবেরী বায়েজা৷
সেই স্থগিত রায়েরই এদিন ফের আদালতে শুনানি শুরু হয়৷ শুনানিতে ভার্চুয়ালি হাজির হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল৷ দীর্ঘ শুনানির পর বিচারক কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দেন এবং তাঁকে ১৯ জুন পর্যন্ত জেল হেফাজতের রাখার নির্দেশ দেন৷ এদিকে, অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ফুরানোয় ভোটের ফল প্রকাশের আগেই, গত ২ জুন পুনরায় তিহাড় জেলে ফিরে যান অরবিন্দ কেজরিওয়াল৷ আপাতত সেই জেলেই থাকবেন তিনি৷