দিল্লি, ২২ মার্চ – দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই আবেদন প্রত্যাহার করে নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুক্রবার কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি শীর্ষ আদালতে জানান, গ্রেফতারির বিরুদ্ধে কেজরিওয়াল নিম্ন আদালতেই সওয়াল করবেন। আবগারি মামলায় রক্ষাকবচ চেয়ে দিল্লির নিম্ন আদালতে গিয়েছিলেন কেজরিওয়াল। সেখানে তাঁর রক্ষাকবচের আবেদন মঞ্জুরও করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে যায়। বৃহস্পতিবার নবম হাজিরার দিন কেজরিওয়াল ইডি দফতরে না গিয়ে সরাসরি দিল্লি হাই কোর্টে যান। সেখানে তিনি নতুন করে রক্ষাকবচের দাবি জানান।