• facebook
  • twitter
Monday, 27 January, 2025

দিল্লিতে গুজরাট পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলল কেজরিওয়াল

নির্বাচন কমিশনের রুটিন বদল, ব্যাখ্যা বিজেপি-র

ছবি: এ এন আই

তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পাঞ্জাব পুলিশকে সরিয়ে গুজরাট পুলিশকে মোতায়েন নিয়ে প্রশ্ন তুললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল দিল্লিতে গুজরাটের স্পেশাল রিজার্ভ পুলিশ ফোর্স (এসআরপিএফ) মোতায়েনের বিষয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক মাধ্যমে। তিনি এক্স হ্যান্ডেলে গুজরাট পুলিশের একটি আদেশনামা শেয়ার করে আপ প্রধান লিখেছেন, ‘গুজরাট পুলিশের এই আদেশটি পড়ুন। নির্বাচন কমিশন দিল্লি থেকে পাঞ্জাব পুলিশকে সরিয়ে দিয়েছে। পরিবর্তে গুজরাট পুলিশ মোতায়েন করেছে। এটা কি হচ্ছে?’

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাট। বেছে বেছে সেই রাজ্যের পুলিশকে আক্রমণ করার জন্য কেজরিওয়ালকে পাল্টা তোপ দেগেছে বিজেপি। তাঁরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) দেশের রাজধানীতে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য গুজরাট সহ বেশ কয়েকটি রাজ্য থেকে রিজার্ভ পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে। সেইসব রাজ্যকে বাদ দিয়ে কেজরিওয়াল শুধু শুধু কেন গুজরাট পুলিশ মোতায়েন নিয়ে আপত্তি জানাচ্ছেন?

কেজরিওয়াল গেরুয়া দলকে অপমান করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘাভি বলেন, এটি একটি নিয়মিত প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ৫ ফেব্রুয়ারি আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচনের জন্য গুজরাট এসআরপি দিল্লিতে পাঠানো হয়েছে। তিনি লেখেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালজি, এটা জেনে আমি বিস্মিত হচ্ছি যে, আপনি নির্বাচন কমিশনের কাজের পদ্ধতি জানেন না। তাঁরা শুধু গুজরাট নয়, দেশের বিভিন্ন রাজ্য থেকে বাহিনী চেয়ে পাঠিয়েছে। প্রকৃতপক্ষে, ভারতের নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্য থেকে এসআরপি মোতায়েনের নির্দেশ দিয়েছে। যা একটি নিয়মিত প্রক্রিয়া। কমিশনের অনুরোধ অনুযায়ী, সংশ্লিষ্ট নির্বাচনের জন্য অন্যান্য রাজ্যের মতো গত ১১ জানুয়ারি তারিখে গুজরাট থেকে এসআরপি-র ৮ কোম্পানি দিল্লিতে পাঠানো হয়েছিল। তাহলে কেন শুধু বেছে বেছে গুজরাটের উল্লেখ করছেন কেজরিওয়ালজি?’

প্রসঙ্গত বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিতে বিশ্লেষণ করতে চেয়েছেন আম আদমি পার্টির প্রধান। তিনি নির্বাচন কমিশনের আদেশের ওপর সন্দেহ প্রকাশ করেছেন। কেজরিওয়ালের ধারনা, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পাঞ্জাব পুলিশের একটি অংশকে সরিয়ে নেওয়া হবে। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পাঞ্জাব পুলিশকে প্রত্যাহার করার বিষয়টিকে ‘খাঁটি রাজনীতি’ বলে দাবি করেছেন।