‘যে কোনও মুহূর্তে কোমায় চলে যেতে পারেন কেজরিওয়াল’, উদ্বেগ প্রকাশ আম আদমি পার্টির 

দিল্লি, ২০ জুলাই – অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করল আম আদমি পার্টি। শনিবার দলের পক্ষ থেকে দাবি করা হয়, কেজরিওয়ালের সুগার লেভেল ৫০-এর নীচে নেমে গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা এমন যে,  যেকোনও মুহূর্তে তিনি কোমায় চলে যেতে পারেন। আপের  বিস্ফোরক   অভিযোগ,  ‘অরবিন্দ কেজরিওয়ালকে হত্যা করতে চাইছে বিজেপি ‘।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা মুখ্য সচিবকে দেওয়া এক চিঠিতে তিহাড় জেল কর্তৃপক্ষের উপর কেজরিওয়ালের স্বাস্থ্যের নজর রাখার নির্দেশ জারি করতে বলেছিলেন। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এই অভিযোগ করেছে আপ। নিজের চিঠিতে দিল্লির লেফেটন্যান্ট গভর্নর এল জি সাক্সেনা তিহাড় জেল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে বলেন, অরবিন্দ কেজরিওয়াল আদৌ সঠিকভাবে খাওয়া দাওয়া করছেন কি না সেদিকে নজর রাখতে। যদিও লেফটেন্যান্ট গভর্নরের অভিযোগ ছিল, দিল্লির মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে তাঁর ইনসুলিনের ডোজ নিচ্ছেন না। জেল কর্তৃপক্ষকে এ বিষয়টির উপরও নজর রাখার নির্দেশ দেন এল জি সাক্সেনা।
 
দিল্লি আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতারির পর বর্তমানে তিহাড় জেলে বন্দি অরবিন্দ কেজরিওয়াল। চিঠিতে দিল্লির এল জি সাক্সেনা জানান, বাড়ির তৈরী করা খাবার দেওয়া হলেও অরবিন্দ কেজরিওয়াল ইচ্ছে করে খাওয়া দাওয়া করছেন না। কম ক্যালোরির খাবার খাচ্ছেন তিনি। চিঠিতে এল জি সাক্সেনা বলেন, ‘৬ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে ডায়েট চার্ট অনুসরণ করে খাওয়া দাওয়া করেননি কেজরিওয়াল। মাননীয় মুখ্যমন্ত্রী চিকিৎসকদের পরামর্শ মেনে খাবার খাচ্ছেন না। তাঁর জন্য তিনবেলা খাবারের যে চার্ট করা হয়েছে, সেটি মেনে চলছেন না কেজরিওয়াল।’ চিঠিতে এল জি সাক্সেনা আরও বলেন, ‘জেলের এসপি-র রিপোর্ট অনুযায়ী, ৬৩.৫ কেজি থেকে কেজরিওয়ালের ওজন কমে দাঁড়িয়েছে ৬১.৫ কেজি। ২ জুন তিনি আত্মসমর্পণ করার পর থেকে এই ওজন পরিমাপ করেছে তিহাড় জেল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সঠিকভাবে খাবার না খাওয়ার জন্যই এমন হয়েছে। গ্লুকোমিটার টেস্ট এবং প্রতিদিনের গ্লুকোজ রিডিংও যাচাই করা প্রয়োজন।’
 
আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং দিল্লির এল জি সাক্সেনার চিঠির তীব্র সমালোচনা করে বলেন, ‘এটি কি ধরণের রসিকতা? রাতে কোনও ব্যক্তি নিজের সুগার লেভেল নিজেই কমিয়ে ফেলতে পারেন ? আপনার যদি রোগটি সম্পর্কে জানা না থাকে, তবে না জেনে লিখবেন না।’ 
 
অন্যদিকে বিজেপির বিরুদ্ধে লাগাতার অরবিন্দ কেজরিওয়ালের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তোলা হচ্ছে। গত সপ্তাহের দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশি এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে লেখেন, ‘যদি জেলের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের স্ট্রোক হয় কিংবা তাঁর ব্রেন ড্যামেজ হয় তবে এর জন্য কে দায়ী থাকবে? যেদিন অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হয়েছিলেন তাঁর ওজন ছিল ৭০ কেজি। ১৪ জুলাই তাঁর ওজন দাঁড়ায় ৬১.৫ কেজি। এই আচমরা ওজন কমা ভয়ংকর রোগের ইঙ্গিত করছে।’ তাঁর সংযোজন, ‘আজ অরবিন্দ কেজরিওয়ালের জীবন বিপন্ন। তাঁর যদি কিছু হয়ে যায় ভগবান বিজেপিকে  ক্ষমা করবে না।’