• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কেজরির সাময়িক ঠিকানা তিহাড়ই, জামিনে স্থগিতাদেশ দিল্লি হাই কোর্টের

দিল্লি, ২১ জুন– কেজরির সাময়িক ঠিকানা আপাতত তিহাড়ই৷ দিল্লি হাই কোর্টের আদেশে আপাতত জেল থেকে বেরোনো হচ্ছে না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের৷ বৃহস্পতিবার রাতে দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট কেজরিওয়ালের জামিন মঞ্জুর করলেও শুক্রবার সেই জামিনের বিরোধীতা করে দিল্লি উচ্চ আদালতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷ ইডির আবেদনের ওপর ভিত্তি করেই এই রায় আদালতের৷

দিল্লি, ২১ জুন– কেজরির সাময়িক ঠিকানা আপাতত তিহাড়ই৷ দিল্লি হাই কোর্টের আদেশে আপাতত জেল থেকে বেরোনো হচ্ছে না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের৷ বৃহস্পতিবার রাতে দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট কেজরিওয়ালের জামিন মঞ্জুর করলেও শুক্রবার সেই জামিনের বিরোধীতা করে দিল্লি উচ্চ আদালতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷ ইডির আবেদনের ওপর ভিত্তি করেই এই রায় আদালতের৷
উল্লেখ্য, শুক্রবার সকালেই দিল্লি হাই কোর্টে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি৷ দ্রুত শুনানি চেয়ে ইডির আবেদনও মঞ্জুর করেছে আদালত৷ উল্লেখ্য, বৃহস্পতিবার কেজরির জামিন মঞ্জুর করে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত৷ যেহেতু ইডি আদালতে আবেদন করেছে, তাই নিম্ন আদালতের রায়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাই কোর্ট৷
এদিন দিল্লি হাই কোর্টে আবেদন করে ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু জানান, ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ)-এর ৪৫ নম্বর ধারা অনুযায়ী ইডির তরফে জামিনের বিরোধিতা করে জমা দেওয়া নথিগুলি যথাযথ ভাবে বিবেচনা করার কথা ছিল রাউস অ্যাভিনিউ আদালতের৷ তাঁর অভিযোগ, সেই নথিগুলি পর্যালোচনা না করেই একতরফা ভাবে জামিন দেওয়া হয়েছে আপ প্রধানকে৷ ইডির তরফে বলা হয়, বৃহস্পতিবার রাত আটটার সময়ে জামিন দেওয়া হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে৷ এই রায়ের বিরোধিতা করার সুযোগ পায়নি ইডি৷ নিম্ন আদালতের রায়ে দ্রুত স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু৷ পাশাপাশি কেজরির জামিনের বিরোধিতা মামলার যেন দ্রুত শুনানি হয়, সেই আবেদনও জানায় ইডি৷ সেই আবেদনে সাড়া দিয়ে শুরু হয় মামলার দ্রুত শুনানি৷
প্রথমেই দিল্লি হাই কোর্টের দুই বিচারপতি জানিয়ে দেন, যেহেতু জামিনের আর্জির বিরোধিতা করে আদালতে শুনানি চলছে তাই সাময়িকভাবে স্থগিতাদেশ থাকবে রাউস অ্যাভেনিউ কোর্টের রায়ের উপরে৷ অর্থাৎ আপাতত আপ সুপ্রিমোর জামিনের প্রক্রিয়া শুরু করা যাবে না৷ ফলে তাঁর জেলমুক্তি আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল৷
উল্লেখ্য, গত ২১ মার্চ আবগারি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি৷ সপ্তাহদুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে৷ ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ পরে সুপ্রিম নির্দেশে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি৷ পরে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতে আবেদন করেন৷ কিন্ত্ত সুপ্রিম কোর্ট সেই আবেদন শুনতেই রাজি হয়নি৷ ২ জুন আত্মসমর্পণ করতে বাধ্য হন আপ সুপ্রিমো৷ অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় জামিন পান কেজরিওয়াল৷ কিন্ত্ত আপাতত জেলমুক্তি হচ্ছে না তাঁর৷
উচ্চ আদালতের রায়ের পর কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের অভিযোগ, বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জামিন মঞ্জুর করার পরে সেই রায় ওয়েবসাইটে আপলোড হওয়ার আগেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি৷