• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

লকডাউনে জোড়-বিজোড় তত্ত্ব প্রয়ােগ কেজরিওয়ালের 

শনিবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন- বাজার ও শপিং মলগুলির অর্ধেক দোকান মাসের জোড় তারিখে খুলবে। বাকি অর্ধেক বিজোড় তারিখে খুলবে।

অরবিন্দ কেজরিওয়াল (Photo: Twitter / @AamAadmiParty)

বছর ছয়েক আগে দিল্লি মহানগরে লাগামহীন বায়ু দূষণ রুখতে গাড়ি চলাচলের উপর জোড়-বিজোড় তত্ত্ব প্রয়ােগ করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । সেসব গাড়ির নাম্বার জোড়-বিজোড় অনুযায়ী রাস্তায় গাড়ি চলতাে। কোনদিন জোড় নাম্বার, আবার কোনদিন বিজোড় নাম্বার প্লেটের গাড়ি চলতাে। 

এবার সেই জোড়-বিজোড় তত্ত্ব চলতি লকডাউনে প্রয়ােগ করার ঘােষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন- বাজার ও শপিং মলগুলির অর্ধেক দোকান মাসের জোড় তারিখে খুলবে। বাকি অর্ধেক বিজোড় তারিখে খুলবে। তবে অত্যাবশকীয় পণ্যের দোকানগুলি সবসময় খােলা থাকবে। 

পাশাপাশি জাতীয় রাজধানী অঞ্চলে ৫০% অনুপাতে মেট্রোরেল পরিষেবা চালু থাকবে। সরকারি এবং বেসরকারি অফিসগুলিতেও ৫০% হাজিরা অনুযায়ী কাজকর্ম চলবে। 

সেইসাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন- ৬৪ টি অক্সিজেন প্লান্ট গড়া হয়েছে। করােনা ভাইরাসের প্রজাতি চিহ্নিতকরণ করতে দুটি ‘জিনােম ট্র্যাকিং সিস্টেম’ গড়া হবে।