সিবিএসই বাের্ডের পরীক্ষা বাতিলের আর্জি কেজরির

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। (File Photo: IANS)

দেশে করােনা সংক্রমণের হার চিন্তাজনক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘দিল্লি শহরে করােনা সংক্রমণের পরিস্থিতি ভয়ানক। একদিন আগে ১০,৭৩২ জন সংক্রামিত হয়েছেন। মােট সংক্ৰণমিতের সংখ্যা ৭,৩৬,৭৮৮। সাধারণ মানুষকে প্রয়ােজন ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছি। রাস্তায় বেরােলে অবশ্যই মুখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ৪৫ বছরের ওপরে সকলকে টিকা নিতে আর্জি করা হচ্ছে। প্রশাসনের তরফে লকডাউন জারি করা হচ্ছে না ঠিকই, তবে কোভিড নিষেধাজ্ঞা মেনে চলতে বলা হয়েছে’।

তিনি বলেন, ‘আমি কেন্দ্র সরকারকে সিবিএসই বাের্ডের পরীক্ষা বাতিল করার আর্জি জানিয়েছি। আজ নিয়ে তৃতীয় দিন রাজধানী শহরে রেকর্ড মাত্রায় কোভিড সংক্রমণ শনাক্ত করা হয়েছে। গত চব্বিশ ঘন্টায় ১৩,৫০০ জন নতুন করে সংক্রামিত হয়েছেন।’

ভিডিও কনফারেন্স করে তিনি বলেন, ‘আগের বছর নভেম্বরে শহরে কোভিডের তৃতীয় ঢেউ চলাকালীন একদিনে ৮৫০০ জন সংক্রমিত হয়েছিলেন। কোভিডের চতুর্থ ঢেউ সাংঘাতিক। প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি, শিশু ও যুব সমাজও সংক্রামিত হবে’।


তিনি বলেন, কোভিড ১৯’র সঙ্গে লড়াইয়ের সমাধান লকডাউন নয়। হাসপাতাল পরিষেবা যদি ব্যর্থ হয়, তখন লকডাউন জারি করা যেতে পারে’। সিবিএসই পরীক্ষা বাতিল করার ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, ‘শহরের ৬ লাখ পড়ুয়া বাের্ড পরীক্ষা দেবে। ১ লাখ শিক্ষক পরীক্ষার ডিউটিতে থাকবেন। বাের্ড পরীক্ষা নিতে গেলে সাংঘাতিক হারে করােনা সংক্রমণ বৃদ্ধি পাবে।’