• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কেজরির জামিনের আবেদন অযৌতিক, জানাল ডিভিশন বেঞ্চ

জামিন নাকোচ, ৭৫ হাজার টাকা জরিমানা করল দিল্লি হাইকোর্টের  দিল্লি, ২২ এপ্রিল– কোর্টে ফের মুখ পুড়ল দিল্লির আপ সরকারের৷ সোমবার দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনই শুধু খারিজ করল না তারসঙ্গে আবেদনকারীকে ৭৫ হাজার টাকার জরিমানাও করেছে৷ ‘অ-সাধারণ অন্তর্বর্তী জামিন’ চেয়ে একটি জনস্বার্থ আবেদন করা করা হয়েছিল হাইকোর্টে৷ আর্জিতে বলা হয়েছিল,

জামিন নাকোচ, ৭৫ হাজার টাকা জরিমানা করল দিল্লি হাইকোর্টের 
দিল্লি, ২২ এপ্রিল– কোর্টে ফের মুখ পুড়ল দিল্লির আপ সরকারের৷ সোমবার দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনই শুধু খারিজ করল না তারসঙ্গে আবেদনকারীকে ৭৫ হাজার টাকার জরিমানাও করেছে৷
‘অ-সাধারণ অন্তর্বর্তী জামিন’ চেয়ে একটি জনস্বার্থ আবেদন করা করা হয়েছিল হাইকোর্টে৷ আর্জিতে বলা হয়েছিল, কেজরিওয়ালকে যেন তাঁর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়া এবং যতক্ষণ না সব মামলার বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়৷ সেই জামিনের আবেদনই এদিন খারিজ করে দিল দিল্লি হাইকোট৷ দিল্লির হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত প্রিতম সিং অরোরার ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে৷ আর্জিটি একবারেই ভিত্তিহীন জানিয়েই আবেদনকারীকে আর্থিক জরিমানা করেছে আদালত৷ আদালতের যুক্তি এই জনস্বার্থ আবেদনের জন্য অরবিন্দ কেজরিওয়াল আবেদনকারীকে কোনও পাওয়ার অফ অ্যাটর্নিও দেননি তাই এই আবেদন একদম যুক্তি৷
বেঞ্চ বলেছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়ার নামে এই আবেদনটি করেছেন আইন বিষয়ের চতুর্থ বর্ষের এক ছাত্র৷ একজন উচ্চ সরকারি পদে থাকা ব্যক্তিকে এ ধরনের অসাধারণ অন্তর্বর্তী জামিন দেওয়া যায় না৷ আবেদনে ছাত্র জানিয়েছে, তিহার জেলে অসংখ্য দাগি অপরাধী সাজা কাটছে৷ তাদের মধ্যে বোমা বিস্ফোরণ, ধর্ষণ-খুন, ডাকাতির মামলার অপরাধীরাও আছে৷ এ রকম পরিবেশে অরবিন্দ কেজরিওয়ালের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে৷ অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন আবেদনকারীকে বলেন, আপনি কি রোজ আইন কলেজের ক্লাস অ্যাটেন্ড করেন? মনে হয় না৷ কেননা আপনি আইনের মূল নীতি-আদর্শের কিছুই বোঝেন না৷ আদালত বিস্ময় প্রকাশ করে বলেছে, আবেদনকারী পার্সোনাল বন্ডে কেজরিওয়ালের মুক্তির দাবি জানিয়েছেন৷ শুধু তাই নয়, তদন্তে মুখ্যমন্ত্রী কোনও প্রভাব খাটাবেন না বলে ওই ব্যক্তি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে প্রস্তুত বলে জানিয়েছেন৷ কিন্তু যার কাছে কেজরিওয়ালের তরফে কোনও স্বীকারপত্র দেওয়া হয়নি৷ তাহলে তিনি তার তরফে কি করে কেজরির দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতিবদ্ধতা জানান?