ক্যানিং থেকে গ্রেপ্তার করা হল কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক–উল–মুজাহিদিনের সদস্যকে। জম্মু ও কাশ্মীর পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে তাঁকে ধরা হয়েছে। ধৃতের নাম জাভেদ মুন্সি। শনিবার ক্যানিং হাসপাতাল মোড়ে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাভেদের বাড়ি কাশ্মীরের শ্রীনগরের তানপুরাতে। শনিবারই ক্যানিংয়ে নিজের শ্যালকের বাড়িতে এসেছিলেন তিনি। সেখান থেকেই রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কী করতে ক্যানিংয়ে এসেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
কোন সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে এখনও কিছু জানায়নি কলকাতা পুলিশ। ক্যানিং থেকে জঙ্গি গ্রেপ্তার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, জাভেদের শালা পেশায় শাল ব্যবসায়ী। ক্যানিংয়ে এই ব্যবসায়ীর বাড়িতেই উঠেছিলেন ধৃত ব্যক্তি। ব্যবসায়ীর স্ত্রী বলেন, ‘জাভেদ আমার ননদের স্বামী হন। যে দিন তিনি আমাদের বাড়িতে এসেছিলেন, সেই দিনই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আমার ননদের সঙ্গে ২৫ বছর আগে বিয়ে হয়েছে জাভেদের। ও কী করে, কিছুই জানি না।’ তিনি আরও জানান, জাভেদের জঙ্গিযোগ রয়েছে কি না তা তাঁরা জানেন না। পুলিশকেও তাঁরা একই কথা জানিয়েছেন। হঠাৎই জাভেদ ক্যানিংয়ে আসতে চেয়েছিলেন। শ্যালক অনুমতি দেওয়ায় শনিবার তিনি ক্যানিংয়ে আসেন।