আগামী মঙ্গলবার জাতীয় কংগ্রেসে যােগ দিচ্ছেন গুজরাটের দলিত নেতা জিগনেশ মেভানি। আরও খবর যে, যােগ দিতে পারেন কানহাইয়া কুমার। জাতীয় রাজনীতির প্রেক্ষিতে সিপিআই নেতা কানহাইয়া কুমার নিঃসন্দেহে বড় নাম। তবে দীর্ঘদিন তাকে রাজনীতির মঞ্চে তেমন দেখা যায়নি।
গত দু’বছর যাবৎ কানহাইয়া যেন উবে গিয়েছেন। দলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা ছিল, কানহাইয়া কংগ্রেসে যােগ দিতে চলেছেন, তা জানতেন অনেকেই। শেষমেশ হলও তাই। শনিবারই আনুষ্ঠানিকভাবে সামনে এল সংবাদ বাম দল ছাড়ছেন জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার।
এবার থেকে কংগ্রেসের মঞ্চে দেখা যাবে তাঁকে। ২০২৪-এর লােকসভা নির্বাচনকে লক্ষ্যে রেখেই বিজেপি বিরােধী ঝাঁঝ আরও বাড়াতে চাইছে কংগ্রেস তার আগে গুজরাতের রাজনীতিতে নিঃসন্দেহে এ এক বড় রদবদল। যা জাতীয় কংগ্রেস কে আরও মজবুত করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।