মুম্বই, ১৮ মার্চ– ঠোঁটকাটা স্বভাবের জন্য তিনি বিখ্যাত৷ তবে সেই ঠোঁটকাটা স্বভাবটি তিনি বেশিরভাগই ব্যবহার করেন বিজেপির হয়ে বলতেই৷ বলিউডের কু্যইন কঙ্গনা রানাওয়াত এই কারণে বহুবার বিতর্কে জড়িয়েছেন৷ সেই ক্রমেই ফের একবার তিনি বিতর্কে৷ কঙ্গনার কোপ পডে়ছে বলিউডের নয়ের দশকের অভিনেত্রী ঊর্মিলা মতন্ডকরের উপরও৷
বলিউডের জুনিয়ার থেকে সিনিয়ার স্টার কাউকেই বাদ না কঙ্গনা৷ বিশেষ করে স্টার কিডসদের নিয়ে তো অভিযোগের কোনও সীমা-পরিসীমা নেই৷ বলিউডে স্বজনপোষণ হয় সেই নিয়ে করণ জোহরকে তীব্র আক্রমণও করেছেন৷ তবে সেটা অভনয় জগতের জন্য নয়, রাজনৈতিক প্রেক্ষাপটে রঙ্গিলা খ্যাত অভিনেত্রীকে তুলোধনা করলেন কঙ্গনা৷ প্রকাশ্যে নীল ছবির নায়িকা বলতেও বিন্দুমাত্র দ্বিধা করেননি কঙ্গনা রানাওয়াত৷
এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘আমি ঊর্মিলার অনেক সাক্ষাৎকার দেখেছি৷ যেভাবে আমার সম্বন্ধে কথা বলেছেন, আমাকে নিয়ে উপহাস করেছেন, ইন্ডাস্ট্রিতে সংগ্রাম করে যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছি সেটা নিয়ে হাসাহাসি করেছেন, অনেক আক্রমনাত্মক কথা আমার সম্বন্ধে বলেছেন৷ যা শুনে মনে হচ্ছে বিজেপির টিকিট পেতে আমি মরিয়া৷ আমার জন্য যে টিকিট পাওয়া যে খুব একটা কঠিন নয়, সেটা বোঝার জন্য খুব একটা বুদ্ধিমতী হওয়ার প্রয়োজন নেই৷ ঊর্মিলা তো সফট নীল ছবির নায়িকা৷ যদি ঊর্মিলা টিকিট পায় তাহলে আমি কেন পাব না’?
উল্লেখ্য, ভোটের মরসুমে ভাইরাল কঙ্গনার পুরনো এই সাক্ষাৎকার৷ ঊর্মিলা প্রসঙ্গে এত মত প্রকাশ করতেই সমালোচনার শিকার হয়েছিলেন কঙ্গনা৷ সেলেব বন্ধুরা সেই সময় ঊর্মিলার পাশে দাঁডি়য়েছিলেন৷ স্বরা ভাস্বর লিখেছিলেন, ‘প্রিয়, ঊর্মিলাজি মাসুম, চমৎকার, জুদাই, সত্য, কৌন, এক হাসিনা থি, জঙ্গল, প্যায়ার তুনে ক্যায়া কিয়া-তে আপনার দুর্দান্ত পারফরম্যান্স সকলের মনে আছে৷ যেমন অভিনয় তেমন সুন্দর নাচ৷ অনে ভালোবাসা’৷ প্রসঙ্গত, ২০১৯- এ রাজনীতির ময়দানে পা রাখেন ঊর্মিলা৷ ২০২০-তে শিবসেনায় যোগ দেন অভিনেত্রী৷ অন্যদিকে কঙ্গনা গেরুয়া শিবিরের সমর্থক৷