আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’, ছবিটি দেখার অনুরোধ ইন্দিরার নাতনি প্রিয়ঙ্কাকে

ফাইল চিত্র

আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে বলিউড ক্যুইন কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’। প্রাক্তন প্রধানমন্ত্রী ‘ইন্দিরা গান্ধী’র ব্যক্তিগত ও কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। নানা বিতর্ক ও বাধা পেরিয়ে অবশেষে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। এই চলচ্চিত্রের প্রযোজক ও চিত্রনাট্যকার কঙ্গনা নিজেই। ছবির মূল চরিত্র ইন্দিরার ভূমিকায় তিনি নিজেই অভিনয় করেছেন। তিনি ইন্দিরার নাতনি প্রিয়ঙ্কা গান্ধীকে ছবিটি দেখার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত অভিনেত্রী কঙ্গনা ও প্রিয়ঙ্কা দুজনেই লোকসভার সাংসদ। কঙ্গনা বিজেপির। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হিমাচলের মান্ডি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এদিকে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীও সম্প্রতি ওয়েনাড় থেকে উপনির্বাচনে জয়ী হয়েছেন। ফলে একে অপরের বিরোধী রাজনৈতিক দলের হলেও কার্যসূত্রে দুজনের সংসদে মুখোমুখি হওয়াটা স্বাভাবিক ঘটনা। যথারীতি সংসদে দুজনের দেখা হতেই কঙ্গনা ছবিটি দেখার জন্য প্রিয়ঙ্কাকে অনুরোধ করেন কঙ্গনা। প্রিয়ঙ্কা বলেন, দেখার বিষয়ে আশা প্রকাশ করলেও রাজনৈতিক কারণে একটা সংশয় থেকে যাচ্ছে। কারণ ইতিপূর্বে কঙ্গনা পরিবারতন্ত্র নিয়ে একাধিকবার আক্রমণ করেছেন। যদিও অভিনেত্রী দাবি করেছেন, ইন্দিরা গান্ধীও এই পরিবারতন্ত্রেরই ফসল।

সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেছেন, “প্রিয়ঙ্কাজির সঙ্গে সংসদে দেখা হয়েছিল। প্রথমেই ওঁকে বললাম, ‘আপনার কিন্তু ইমার্জেন্সি দেখা উচিত’। খুবই আনন্দিত হয়ে উত্তর দেন তিনি, ‘হ্যাঁ। হয়তো দেখব।’ আমি ওঁকে বলেছি, ‘এই ছবি আপনার পছন্দ হবেই’।”


কঙ্গনা আরও বলেন, ‘এই ছবিটিতে আসলে খুবই স্পর্শকাতর অধ্যায় রয়েছে। একজন ব্যক্তিত্বকে তুলে ধরা হয়েছে। ইন্দিরা গান্ধীর চরিত্রকে সম্মান ও যত্নের সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। গবেষণা করার সময়ে লক্ষ্য করেছিলাম, ওঁর ব্যক্তিগত জীবন, সম্পর্ক, স্বামী, বন্ধুত্ব, বিতর্কিত যোগাযোগ নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। আমি নিজেও ভেবেছি, এই ব্যক্তিত্বের বহু দিক রয়েছে।’