• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

চালকের তৎপরতায় দুর্ঘটনা এড়াল কাঞ্চনকন্যা এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধি- এখনও টাটকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি। তারই মধ্যে অল্পের জন্য রক্ষা পেল আরও এক এক্সপ্রেস ট্রেন। চালকের তৎপরতায় রক্ষা পেলেন লেভেল ক্রসিং দিয়ে পারাপার করা সাধারণ মানুষ। সূত্রের খবর, মালবাজার দিয়ে তীব্র বেগে ছুটে আসছিল শিয়ালদহগামী কাঞ্চনকন্যা। সিগন্যাল সবুজ হওয়ার কারণে চালক নির্ধারিত গতিতেই গাড়ি চালাচ্ছিলেন। কিছুক্ষণ পরেই নজরে আসে, খোলা রয়েছে রেলের

নিজস্ব প্রতিনিধি- এখনও টাটকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি। তারই মধ্যে অল্পের জন্য রক্ষা পেল আরও এক এক্সপ্রেস ট্রেন। চালকের তৎপরতায় রক্ষা পেলেন লেভেল ক্রসিং দিয়ে পারাপার করা সাধারণ মানুষ।

সূত্রের খবর, মালবাজার দিয়ে তীব্র বেগে ছুটে আসছিল শিয়ালদহগামী কাঞ্চনকন্যা। সিগন্যাল সবুজ হওয়ার কারণে চালক নির্ধারিত গতিতেই গাড়ি চালাচ্ছিলেন। কিছুক্ষণ পরেই নজরে আসে, খোলা রয়েছে রেলের লকগেট। তড়িঘড়ি ইমারজেন্সি ব্রেক কষেন চালক। তাতেই রক্ষা পেল বহু প্রাণ। ট্রেন থামিয়ে নেমে আসেন চালক এবং সহকারী। সূত্রের খবর, সেই সময় লকগেটের নির্দিষ্ট ঘরে বসেছিলেন গেটম্যান। তিনি ঠিক কী কারণে লকগেট বন্ধ করেননি, কর্মরত অবস্থায় তিনি কোনও মাদক সেবন করেছিলেন কিনা, তা ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে রেল।