• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ফের কংগ্রেসে জোর ধাক্কা, গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়ে কমল নাথ

দিল্লি, ১৭ ফেব্রুয়ারি– একের পর এক নেতার দল ছাড়ায় কংগ্রেসে ধস নেমেছে৷ সম্প্রতি কংগ্রেস ছেড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বান৷ তার আগে অবশ্য এই তালিকায় বহু তাবড়-তাবড় নেতাদের নাম রয়েছে৷ এবার কি সেই তালিকায় নাম জুড়তে চলেছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের৷ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর ছেলেকে নাকি দলে টানতে চাইছে গেরুয়া শিবির৷ গত সপ্তাহেই

The Union Minister for Urban Development & Parliamentary Affairs, Shri Kamal Nath addressing a Press Conference on the Winter Session, 2012 of Parliament (12th Session of Fifteenth Lok Sabha and the 227thSession of the Rajya Sabha), in New Delhi on November 20, 2012. The Minister of State for Parliamentary Affairs & Planning, Shri Rajiv Shukla and the Minister of State (Independent Charge) for Development of North Eastern Region and Minister of State for Parliamentary Affairs, Shri Paban Singh Ghatowar are also seen.

দিল্লি, ১৭ ফেব্রুয়ারি– একের পর এক নেতার দল ছাড়ায় কংগ্রেসে ধস নেমেছে৷ সম্প্রতি কংগ্রেস ছেড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বান৷ তার আগে অবশ্য এই তালিকায় বহু তাবড়-তাবড় নেতাদের নাম রয়েছে৷ এবার কি সেই তালিকায় নাম জুড়তে চলেছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের৷ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর ছেলেকে নাকি দলে টানতে চাইছে গেরুয়া শিবির৷

গত সপ্তাহেই কংগ্রেসের হাত ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বান৷ শোনা যাচ্ছে, অশোকের পথেই হাঁটতে পারেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথও৷ বর্ষীয়ান এই কংগ্রেস নেতাকে নিয়ে তুঙ্গে জল্পনা৷ আসলে কমল নাথের কংগ্রেস ত্যাগ করার পেছনে রয়েছে তাকে অদেখা করার কারণ৷ সদ্য মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের৷ আর কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব নাকি এর সমস্ত দায়ভার দিয়েছেন কমল নাথের ওপর৷ এই কারণেই কমল নাথকে একপ্রকার কোণঠাসা করে দিয়েছে কংগ্রেস৷ তাঁর বদলে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে তরুণ জিতু পাটওয়ারিকে৷ সেই আগুনে ঘি ঢেলেছে রাজ্যসভায় টিকিট প্রসঙ্গ৷ সদ্য রাজ্যসভা নির্বাচনে টিকিট চেয়েছিলেন কমল, সেটাও তাঁকে দেওয়া হয়নি৷

বস্তুত রাহুল গান্ধি নতুন প্রজন্মের প্রতি অতি গুরুত্ব দিতে গিয়ে দলের প্রবীণদের একটু অদেখা করেছেন৷ বেই কারণেই কমল নাথের মতো প্রবীণ নেতাদের দিয়ে আর ভোটের তরী পার করতে চাইছে না কংগ্রেস৷ কংগ্রেসের এই সিদ্ধান্তই বর্ষীয়ান নেতা কমল নাথের রাগের কারণ৷ বস্তুত, কমল নাথ বিধানসভা নির্বাচনের পর থেকেই নিষ্ক্রিয়৷ শোনা যাচ্ছে, বিজেপির তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে৷ আসলে বিজেপি এবার ৪০০ আসনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে৷ তাই কমল নাথের মতো বিরোধী শিবিরের বড় নেতাদের টার্গেট করছে গেরুয়া শিবির৷

যদিও প্রায় পাঁচ দশক কংগ্রেসি রাজনীতি করা কমলের পক্ষে সরাসরি বিজেপিতে যোগ দেওয়া কঠিন৷ সেক্ষেত্রে কৌশলে নিজে যোগ না দিয়ে ছেলে নকুল নাথকে বিজেপিতে পাঠাতে পারেন তিনি৷ এমনিতেও নকুলের বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে৷ তিনি বিজেপিতে যোগ দিলে এজেন্সির কবল থেকেও রক্ষা পেতে পারেন৷

নকুল নাথ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দলত্যাগের ইঙ্গিত দিয়েছেন৷ নিজের সোশাল মিডিয়ার বায়ো থেকে ‘কংগ্রেস’ শব্দটি সরিয়ে দিয়েছেন নকুল নাথ৷ তাছাড়া চলতি সপ্তাহেই কমল নাথ ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতা বিজেপিতে যোগ দিয়েছেন৷ বিজেপির রাজ্য সভাপতি ভি ডি শর্মা বলছেন, কংগ্রেস যেভাবে রাম মন্দির উদ্বোধন বয়কট করেছে, তাতে অনেক নেতাই অসন্ত্তষ্ট৷ তাঁদের জন্য বিজেপির দরজা খোলা৷