• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

কটকে বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত

বেঙ্গালুরু থেকে কামাখ্যাগামী সুপারফাস্ট ট্রেনটি ওড়িশার কটকের দিঘি ক্যানেলের কাছে মাঙ্গুলিতে দুর্ঘটনার কবলে পড়ে।

বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত। বেঙ্গালুরু থেকে কামাখ্যাগামী সুপারফাস্ট ট্রেনটি ওড়িশার কটকের দিঘি ক্যানেলের কাছে মাঙ্গুলিতে দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর আসেনি।

লাইনে কোনও গোলমাল থাকায় প্রথমে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর একে একে আরও ১০টি বগি লাইন থেকে সরে যায়। দুর্ঘটনার মুহূর্তে কামাখ্যা এক্সপ্রেসের গতি ছিল অত্যন্ত কম। সেই কারণে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কী কারণে আচমকা ট্রেনের বগি লাইনচ্যুত হল, তা এখনও স্পষ্ট নয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন রেল আধিকারিকেরা। দুর্ঘটনার ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১২৫৫১ বেঙ্গালুরু-কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি বগি সকাল ১১টা ৫৪ মিনিটে ইস্ট কোস্ট রেলওয়ের খুরদা রোড ডিভিশনের কটক-নেরগুণ্ডি সেকশনের নেরগুণ্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২ জুন ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে পড়েছিল যাত্রিবাহী করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়ির সঙ্গে সংঘর্ষে ওই ট্রেনের ২১টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে লাইনচ্যুত তিনট বগির। সরকারি হিসাব অনুযায়ী ২৯৬ জনের মৃত্যু হয়েছিল। আহতের সংখ্যা হাজারের বেশি।

পূর্ব উপকূলীয় রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অশোক মিশ্র বলেন, ‘রবিবার বেলা ১১টা ৫৪ মিনিট নাগাদ কামাখ্যা এক্সপ্রেস লাইনচ্যুত হয়। আমরা সেই খবর পেয়েছি। কারও আঘাত লাগেনি। ঘটনাস্থলে আর একটি ট্রেন পাঠানো হয়েছে। রেল আধিকারিক এবং উদ্ধারকারী দলের সদস্যেরাও পৌঁছেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।’