ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি তথা জেপিসি-র চেয়ারম্যান জগদম্বিকা পাল একতরফা ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন । সোমবার এই অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন জেপিসির সদস্য বিরোধী সাংসদেরা। বিজেপি সাংসদ জগদম্বিকার ‘স্বেচ্ছাচারী আচরণের’ কারণে তাঁরা জেপিসি থেকে ইস্তফার মতো সিদ্ধান্ত নিতে পারেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।