সংসদের ৪ নম্বর ঘরের সম্ভাব্য বাসিন্দা জে পি নাড্ডা 

বিজেপি সভাপতি জে পি নাড্ডা (Photo: Twitter/@JPNadda)

১৭ বছর পর সংসদ ভবনের ৪ নম্বর ঘরের সামনের দেওয়ালে লাগানাে তিনটি নাম বাের্ডের মধ্যে অটল বিহারী বাজপেয়ী ও এল কে আডবানির নাম লেখা বাের্ড দুটি সরিয়ে নেওয়া হল।

এনডিএ চেয়ারম্যান হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও পরবর্তী সময়ে ওই একই পদাধিকারী হিসেবে এল কে আডনি সংসদ ভবনের একতলার ৪ নম্বর ঘরটিতে বসতেন।

কাকে ওই ঘর দেওয়া হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে কানাঘুষাে শােনা যাচ্ছে ওই ঘরের সম্ভাব্য বাসিন্দা হতে চলেছে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। খুব স্পষ্ট করে জানা না গেলেও তাকে ওই ঘরটি দেওয়া হতে পারে। 


জে পি নাড্ডা রাজ্যসভার সাংসদ তাওয়ার চাঁদ গেহলটের সঙ্গে একই ঘরে বসতেন। গেইলটের রুমটি পীয়ূস গােয়েলকে দেওয়া হয়েছে। 

২০০৪ সালে জাতীয় নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পদত্যাগ করেন। তারপর জেডিইউয়ের জন্য বরাদ্দ সংসদের ৪ নম্বর ঘরটি এনডিএ চেয়ারপার্সনের ঘর হিসেবে চিহ্নিত হয়েছিল। ওই সময় এনডিএ চেয়ারপার্সন হিসেবে অটল বিহারী বাজপেয়ীকে বিজেপি’র সংসদীয় দলের অফিসের ঠিক পাশেই ওই ঘরটি দেওয়া হয়েছিল।