• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

উত্তর প্রদেশের হাইওয়েতে সাংবাদিককে গুলি করে ‘হত্যা’

উত্তর প্রদেশে এক সাংবাদিককে গুলি করে খুন করা হল। মৃতের নাম রাঘবেন্দ্র বাজপেয়ী। তাঁর বয়স ৩৫ বছর। তিনি একটি হিন্দি দৈনিকের স্থানীয় সংবাদদাতা ছিলেন।

উত্তর প্রদেশে এক সাংবাদিককে গুলি করে খুন করা হল। মৃতের নাম রাঘবেন্দ্র বাজপেয়ী। তাঁর বয়স ৩৫ বছর। তিনি একটি হিন্দি দৈনিকের স্থানীয় সংবাদদাতা ছিলেন। কী কারণে তাঁকে খুন করা হল, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হলেও, পরে হাসপাতালে চিকিৎসকরা জানান, খুন করা হয়েছে ওই সাংবাদিককে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কোন সংবাদ ফাঁসের কারণেই কী হত্যা করা হল সাংবাদিককে, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে নিজের বাড়িতেই ছিলেন রাঘবেন্দ্র। সেই সময় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। বিকেল ৩টে ১৫ মিনিট নাগাদ জাতীয় সড়কের উপর তাঁকে হত্যা করা হয়। লখনউ-দিল্লি জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিলেন রাঘবেন্দ্র। সেই সময় একট গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যান তিনি। দুষ্কৃতীরা এরপর তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালান।

গুলির শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দা ছুটে আসেন। তাঁরাই রাঘবেন্দ্র বাজপেয়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বুকে ও মাথায় গুলি লেগেছে বলে খবর। কিছুক্ষণের মধ্যেই এলাকায় যায় পুলিশ। কে বা কারা ফোন করেছিলেন তাঁকে? ফোন করেই কি তাঁকে কোথাও ডাকা হয়েছিল? ব্যক্তিগত শত্রুতা নাকি কর্মক্ষেত্রে কোনও সমস্যার জন্য সাংবাদিককে খুন করা হল? সমস্ত কিছুই খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরতে চারটি দল গঠন করা হয়েছে। মহোলি, ইমালিয়া ও কোতোয়ালি থানার পুলিশ ছাড়াও সার্ভেইল্যান্স ও এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ)-এর টিম তদন্তে নেমেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে আশপাশের এলাকায় তল্লাশি চলছে। মৃতের মোবাইল ফোনটিও পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। মৃতের পরিবারের দাবি, সম্প্রতি রাঘবেন্দ্র ফোন করে হুমকি দেওয়া হত।