• facebook
  • twitter
Thursday, 19 December, 2024

নাবালিকাকে ধর্ষণ , নির্যাতনের জেরে হাসপাতালে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ঝাড়খণ্ড

এক নাবালিকাকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ঝাড়খণ্ড। মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর এলাকায় ওই কিশোরীকে এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন ওই কিশোরী। জগন্নাথপুরের একটি অঙ্গনওয়াড়ির কাছ থেকে সন্ধে ৭টা নাগাদ তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।

প্রতীকী চিত্র।

এক নাবালিকাকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ঝাড়খণ্ড। মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর এলাকায় ওই কিশোরীকে এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন ওই কিশোরী। জগন্নাথপুরের একটি অঙ্গনওয়াড়ির কাছ থেকে সন্ধে ৭টা নাগাদ তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে কিশোরীকে নিয়ে যাওয়া হয় জগন্নাথপুর স্বাস্থ্যকেন্দ্রে। তাঁর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা চাম্পুয়ায় রেফার করেন। চাম্পুয়ার হাসপাতালে চিকিৎসা শুরু হলেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরে মঙ্গলবার রাতে হাসপাতালেই ওই কিশোরীর মৃত্যু হয়। 

জগন্নাথপুর পুলিশের ইনচার্জ শিবনারায়ণ তিওয়ারি জানান, গ্রামবাসীরা ওই কিশোরীকে মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুরের একটি অঙ্গনওয়াড়ির কাছে অচৈতন্য অবস্থায় দেখতে পান। তাঁর জামা কাপড় ছেঁড়া ছিল। ওড়িশা সীমান্তের কাছে একটি সাব ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।

জানা গিয়েছে , অভিযুক্ত যুবককে ধরে ফেলেন গ্রামবাসীরা। তাকে ব্যাপক মারধর করা হয়। গোটা এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এলে অভিযুক্ত ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে উত্তপ্ত হয়ে ওঠে জগন্নাথপুর এলাকা। গ্রামবাসীরা চাম্পুয়ায় ওই হাসপাতালের বাইরে ভিড় জমাতে শুরু করেন। শতাধিক মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ দেখতে শুরু করেন। বিচার চেয়ে তাঁরা সেই রাতেই পুলিশের দ্বারস্থ হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

এই ঘটনাকে কেন্দ্র করে যেতিয়া, হাতগামারিয়া ও নোয়ামুণ্ডি পুলিশ স্টেশন থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।  পৌঁছন উচ্চপদস্থ আধিকারিকরাও। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সুপার আশুতোষ শেখর এবিষয়ে জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার  তদন্ত শুরু করেছে পুলিশ।