জেসিকা লাল হত্যাকারী মনু শর্মা ১৭ বছর জেল খাটার পর মুক্তি পেল

মনু শর্মা (Photo: Twitter/@KpNationalist)

মডেল জেসিকা লাল হত্যাকারী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিনোদ শর্মার পুত্র মনু শর্মাকে শাস্তির মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই মুক্তি দেওয়া হল। দিল্লির এক অভিজাত রেস্তোরাঁয় এক পার্টিতে জেসিকা লাল মনু শর্মাকে মদ ঢেলে দেওয়ার প্রস্তাবে সায় না দেওয়ায় তাঁকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়।

মর্মান্তিক ঘটনাটি ঘটে ৩০ এপ্রিল ১৯৯৯ তারিখে। দিল্লির ট্রায়াল কোর্ট তাকে নির্দোষ বলে মুক্তি দেয়। কিন্তু ২০০৬ সালে হাই কোর্ট মনু শর্মাকে দোষী সাব্যস্ত করে। ২০১০ সালে সুপ্রিম কোর্টেও হাইকোর্টের রায় বহাল রাখা হয়। ২০২৩ সাল পর্যন্ত তার কারাদণ্ড হয়।

সতেরো বছর জেলে কাটানোর পর সাজাপ্রাপ্তদের পর্যালোচনা পর্ষদের সুপারিশ মেনে দিল্লির লেফটেনান্ট গভর্নর অনিল বৈজল মনু শর্মার মুক্তির সুপারিশে স্বাক্ষর করেন। ফলে সাজার মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই মনু শর্মাকে তিহার জেল থেকে মুক্তি দেওয়া হল।