• facebook
  • twitter
Friday, 22 November, 2024

যৌন কেলেঙ্কারির জের, প্রার্থী করেও দেবেগৌড়ার নাতিকে সাসপেন্ড করল দল

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল– দেবেগৌড়ার নাতি তথা কর্ণাটকের হাসানের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে সাসপেন্ড করে কয়েদিন ধরে চলতে থাকা যৌন কেলেঙ্কারির ঘটনাতে নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করতে চাইল জেডিএস৷ শুধু সাসপেন্ডই নয় অভিযুক্ত রেভান্নাকে জবাবদিহি চেয়ে শোকজ নোটিশ পাঠানো হয়েছে৷ দিন দুই আগে জেডিএস প্রার্থীর যৌন কেলেঙ্কারির ভিডিও ফাঁস হয়৷ একাধিক মহিলার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল– দেবেগৌড়ার নাতি তথা কর্ণাটকের হাসানের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে সাসপেন্ড করে কয়েদিন ধরে চলতে থাকা যৌন কেলেঙ্কারির ঘটনাতে নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করতে চাইল জেডিএস৷ শুধু সাসপেন্ডই নয় অভিযুক্ত রেভান্নাকে জবাবদিহি চেয়ে শোকজ নোটিশ পাঠানো হয়েছে৷
দিন দুই আগে জেডিএস প্রার্থীর যৌন কেলেঙ্কারির ভিডিও ফাঁস হয়৷ একাধিক মহিলার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে প্রজ্জলের বিরুদ্ধে৷ প্রথমে এ বিষয়ে মুখ না খুললেও ঘরে ও বাইরে চাপে পডে় শেষ পর্যন্ত বিদায়ী সাংসদ সাসপেন্ড করল জেডিএস৷ তবে এই বহিষ্কারে যে কতটা লাভবান হবে জেডিএস তা বলা কঠিন৷ কর্ণাটকের শাসক দল কংগ্রেস৷ অন্যদিকে দেবেগৌড়ার দল জেডিএস অন্যতম বিরোধী৷ তারা কেন্দ্রের শাসক দল বিজেপির অন্যতম শরিক দলও বটে৷ কদিন আগেই দক্ষিণের রাজ্যে এসে প্রজ্জ্বলের হয়ে প্রচার করে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর পরেই ফাঁস যৌন কেলেঙ্কারির ভিডিও৷ প্রজ্জ্বল এবং তাঁর বাবা তথা দেবেগৌড়ার মেজো ছেলে জেডিএস বিধায়ক এইচডি রেভান্নার নাম জড়ায় এই ঘটনায়৷ তবে ঘটনার দায় ঝেড়ে ফেলেছে গেরুয়া শিবির৷ কর্নাটকের বিজেপি মুখপাত্র এস প্রকাশ বলেন, ‘দল হিসেবে আমাদের এই ভিডিয়ো নিয়ে কোনও সম্পর্ক নেই৷ রাজ্য সরকারের এসআইটি তদন্ত নিয়েও আমাদের কিছু বলার নেই৷ তদন্ত তদন্তের মতো চলুক, কেউ যদি দোষী প্রমাণিত হয় তবে তাঁর শাস্তি হোক৷’
নির্যাতিতা মহিলা দাবি করেন, তাঁকে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে বহুবার যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল৷ তাঁর অভিযোগ, প্রজ্জ্বলের বাবা এইচডি রেভান্নার স্ত্রী যখনই বাডি়তে থাকতেন না, তখনই পরিচারিকাদের ওপর যৌন নির্যাতন চালাত জেডিএস সাংসদ৷
নির্যাতিতার অভিযোগ, তিনি কাজে যোগ দেওয়ার তিন মাস পরে প্রজ্জ্বল রেভান্না তাঁকে কোয়ার্টারে ডাকতেন৷ বলেন, ‘যখনই প্রজ্জ্বল রেভান্না বাডি় ফিরতেন আমরা ৬ মহিলা কর্মী তটস্থ হয়ে যেতাম৷ এমনকী বাডি়র পুরুষ কর্মচারীরাও আমাদের সাবধানে থাকার পরামর্শ দিতেন৷’ ভিডিও ফাঁস হওয়ার পরে জানা যায়, প্রজ্জ্বল দেশ ছেডে় জার্মানি পালিয়েছেন৷ প্রজ্জ্বলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে কর্ণাটকের কংগ্রেস সরকার৷ সব মিলিয়ে দেবেগৌড়ার নাতির উপরে চাপ তৈরি হচ্ছিল দলের মধ্যেই৷ এই পরিস্থিতিতে প্রজ্জ্বলকে সাসপেন্ড করল দল৷