দিল্লি, ৯ মার্চ– নামকরা পরিচালক হয়েও ঘুরপথে রোজগার করছিলেন কোটি কোটি টাকা৷ অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন পরিচালক৷ বিপুল পরিমাণ মাদক, যার বাজারমূল্য ২০০০ কোটি টাকা সহ তাকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল বু্যরো!
জানা গিয়েছে, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির নামকরা পরিচালক জাফার সাদিক৷ তবে সিনেমা পরিচালনার আড়ালে তাঁর আসল ব্যবসা ছিল মাদক পাচারের৷ ভারত-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড জুডে় তাঁর বিরাট মাদক পাচারের চক্র ছিল৷ এর মূল মাথা বা কিংপিন ছিলেন জাফর৷ বিগত চার মাস ধরে তাঁকে খুঁজছিল এনসিবি৷ অবশেষে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারির পর এনসিবির এক শীর্ষ কর্তা জানান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২ হাজার কোটি টাকার মাদক পাচার করেছিলেন জাফার সাদিক৷ সিউডোফেড্রিন নামক মাদক পাচার করছিলেন ওই পরিচালক৷ ৪৫ দফায় মোট ৩৫০০ কেজি মাদক পাচার করেছিলেন৷
এখনও অবধি সাদিক চারটি সিনেমায় পরিচালনা করেছেন৷ এরমধ্যে একটি সিনেমা এই মাসেই মুক্তি পাওয়ার কথা৷ প্রসঙ্গত, গত সপ্তাহেই মাদুরাইয়ে দুই রেলযাত্রীকে বিপুল মাদক সহ গ্রেফতার করা হয়েছিল৷ উদ্ধার হওয়া ৩৬ কেজি মাদকের বাজারমূল্য ছিল ১৮০ কোটি টাকা৷ জানা গিয়েছে, মার্কিন ফেডারেল বু্যরো অব ইনভেস্টিগেশনও এই তদন্তে যোগ দিয়েছে৷