নিজস্ব প্রতিনিধি- সোমবার ফের একবার নির্বাচনী প্রচারে পুলওয়ামায় জঙ্গি আক্রমণ এবং পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ-উত্তেজনাকে হাতিয়ার করে রাফায়েল যুদ্ধ বিমানের প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন গুজরাতের জামনগরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, পাকিস্তানের মাটিতে জঙ্গি শিবির ধ্বংস করতে ভারতীয় বিমান বাহিনী মিগ-২১ যুদ্ধ বিমান ব্যবহার করেছিল, যদি ভারতের হাতে আজ রাফায়েল যুদ্ধ বিমান থাকত, তাহলে পরিস্থিতি অন্য হত। ভারতের হাতে কেন রাফায়েল নেই, তাঁর ব্যাখ্যা এদিন অবশ্য মোদি দেননি, এই ব্যাখ্যা তিনি দিয়েছিলেন রবিবার উত্তরপ্রদেশের আমেথির জনসভায়। মোদি সেখানে বলেছিলেন, কংগ্রেসের ঢিলেমির জন্য রাফায়েল যুদ্ধ বিমান এখনও হাতে পায়নি ভারত। মোদি জামনগরে অভিযোগ করেন, বিরোধী দলগুলির উচিত ছিল বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের লড়াইকে সমর্থন করা। সেটা না করে তারা রাজনৈতিকভাবে তাঁকে ধ্বংস করার চেষ্টা করছে বলে জানান মোদি। এরপরই হুঙ্কারের সুরে মোদি প্রশ্ন করেন, কেন এই বিরোধী দলগুলি আমাদের সেনার মনোবল ভেঙে দেওয়ার কাজে নেমে পড়েছে। মোদির রাফায়েল নিয়ে বক্তব্য আসলে একদিন আগে কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধির মন্তব্যের প্রত্যুত্তুরে করা হয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। রাহুল বলেছিলেন, এনডিএ সরকার ২০১৫ সালে রাফায়েল ক্রয় সংক্রান্ত চুক্তি নিয়ে যদি এগিয়ে যায় তাহলে দেশের ৩০ হাজার কোটি টাকা ক্ষতি হবে। এদিন প্রধানমন্ত্রী কিন্তু সেই সব পথে হাঁটেননি। পুলওয়ামার পর থেকে যেভাবে মোদি প্রতিটি সভায় রণংদেহী মূর্তিতে বিরোধীদের পাকিস্তান প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়ে চলেছেন, তাতে মনে হয় না ভোটের আগে প্রধানমন্ত্রী পুলওয়ামা প্রসঙ্গ থেকে সরে আসবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তারা মনে করছে আপাতত তাঁর সরকারের সামগ্রিক ব্যর্থতার বিতর্কে মোদি ঢুকবেন না, কারণ সেখানে আত্মপক্ষ সমর্থনের কোনও পথ নেই। তাই আপাতত যুদ্ধের জিগিরই আশীর্বাদ মোদির।