সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। কিন্তু এবারে মৌসম ভবনের পূর্বাভাস দিল ৩ জুন কেরলে বর্ষা প্রবেশ করবে। পূর্বাভাস অনুযায়ী, নির্দিষ্ট সময়ের দুদিন পরে কেরলে পা দিল বর্ষা। দুদিন পরে বর্ষা প্রবেশ করলেও চলতি মরশুমে স্বাভাবিক বৃষ্টি হবে বলেই জানিয়েছে ইন্ডিয়ান মিটিওরােলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)।
বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে আইএমডির ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলের দক্ষিণ অংশে পা দিয়েছে। সব মিলিয়ে দেশে বর্ষার স্থায়িত্ব স্বাভাবিক থাকবে। বৃষ্টির পরিমাণ কম হবে কী বেশি হবে তা কিারের জন্য এলপিএ (লং টাইম অ্যাভারেজ) বা দীর্ঘকালীন গড়কে মানদন্ড হিসাবে ধরা হয়। শেষ দশ বছরের বৃষ্টির পরািণের গড় করে এই মানদন্ড ঠিক করা হয়।
সাধারণত বৃষ্টির পরিমাণ ৯৬ থেকে ১০৪ শতাংশের মধ্যে থাকলেই সেটিকে স্বাভাবিক বলে বলা হয়। সেই গড়ের হিসেবেই দেখা গিয়েছে ৪ শতাংশের হেরফেরে দেশে বৃষ্টি হতে পারে ১০১ শতাংশের মত। তাই এক্ষেত্রে স্বাভাবিক বর্ষাকালের কথা বলছে হাওয়া অফিস।