• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

‘বিচারকদের দেবতা ভাবা ভুল এবং বিপদের, তাঁরা মানুষের সেবক’ বার্তা দিলেন দেশের প্রধান বিচারপতি 

কলকাতা, ২৯ জুন –  প্রত্যেক ভারতীয়ের কাছে আদালত ন্যায় এবং বিচারের মন্দির। কিন্তু বিচারকদের দেবতা ভাবা ভুল এবং খুবই বিপদের। শনিবার কলকাতা হাই কোর্টের বার লাইব্রেরির দ্বিশতবর্ষ উপলক্ষে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির একটি আলোচনাসভায় এ কথা বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ডিওয়াই চন্দ্রচূড় বলেন, বিচারপতি এবং বিচারকের আসনে যাঁরা বসেন, তাঁদের নিজস্ব ভাবনাচিন্তা রয়েছে৷ আর এক্ষেত্রে মানুষ এবং  বিচারপতি