ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরাে চন্দ্রায়ন-২ ছবি প্রকাশ করলাে। দ্বিতীয়বার চাঁদে মহাকাশ যান পাঠাচ্ছে ভারত। চন্দ্রায়ন-২ পাঠানো হবে চন্দ্রাভিযানের জন্য।
বুধবার বেঙ্গালুরুর ইন্টিগ্রেশন ও টেস্টিং এস্টাব্লিশমেন্ট ছবিগুলি প্রকাশ্যে এনেছে। ২০০৯ সালে চন্দ্রাভিযান শুরু করে ভারত। ওই বছর চন্দ্রায়ন-১ উৎক্ষেপণ করা হয়েছিল শ্রীহরিকোটা থেকে। এই চন্দ্রযান চাঁদের চারপাশে প্রদক্ষিণ করার সময় চাঁদে জলের সন্ধান পায়। এই চন্দ্রযানের আয়তন ছিল ৫ ফুট বাই ৫ ফুট।
৯ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে চন্দ্রযান-২ যাত্রা করার কথা। চলতি বছরে ৬ সেপ্টেম্বর চন্দ্রপৃষ্ঠে পা রাখবে চন্দ্রায়ন-২। এই যানের তিনটি মডিউল রয়েছে, ল্যাণ্ডার, অরবিটার ও রােভার। এই রােভারে থাকবে ১১টি অংশ। তবে সবকটি রােভার দেশের নয়, এর মধ্যে ভারতের রয়েছে ৬টি, ইউরােপের ৩টি এবং আমেরিকার ২টি।
চন্দ্রায়ন-২ উৎক্ষেপণ করা হবে জিএসএলভি এমকে-২ থেকে। ১৪ দিন ধরে এই যানটি চাঁদে থাকতে পারবে। চন্দ্রপৃষ্ঠে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করবে এই চন্দ্রযান। ৬ চাকার একটি রােভার চন্দ্রপৃষ্ঠে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করবে, সেই সঙ্গে ডেটা পাঠাবে পৃথিবীতে।
ইসরাের চেয়ারম্যান জি মাধবন জানিয়েছেন, চন্দ্রায়ন-২ ভারতের চন্দ্রাভিযানে সাফল্য এনে দেবে। ২০০৮ সালে প্রথম চন্দ্র অভিযানে উদ্যোগ নিয়েছিল ভারত, যা সফল হয়েছে। এবারও সেই সাফল্য আশা করছি। চন্দ্রায়ন-২ চাঁদের মাটিতে ভারতের পতাকা তুলবে।