• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দ্বিতীয়বারের চন্দ্র অভিযানের জন্য প্রস্তুতি সারছে ইসরো

২০২০ সালের নভেম্বরের মধ্যেই চন্দ্রযান-৩ তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছে ইসরাে।

ইসরো চেয়ারম্যান কে সিভান (File Photo: PTI)

চলতি বছরের সেপ্টেম্বর মাসে অল্পের জন্য সফল হয়নি চন্দ্রযান-২’এর চাঁদে অবতরণ। সে সময় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরাে) পাশে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ।

ভরসা রেখেছিলেন, এবার না হলেও ভবিষ্যতে চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করতে পারবে ভারতের মহাকাশযান। সেই আশার পাথেই আরও এক পা এগলাে ইসরাে। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে চন্দ্রযান-৩’এর কাজ।

২০২০ সালের নভেম্বরের মধ্যেই চন্দ্রযান-৩ তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছে ইসরাে । বেশ কয়েকটি কমিটি তৈরি করেছে ইসরাে। তার মধ্যে যেমন রয়েছে একটি সামগ্রিক প্যানেল এবং তিনটি সাব কমিটি।

অক্টোবর থেকে এখনও পর্যন্ত চারটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলেও জানা গেছে। যেহেতু চন্দ্রযান-২’এর অর্বিটার ভালােই কাজ করেছে, তাই নতুন মিশনে থাকবে শুধুই ল্যান্ডার এবং রােভার।

সম্প্রতি চন্দ্রযান-৩’এর কনফিগারেশন রিভিউ করতে বৈঠকে বসেছিল ওভারভিউ কমিটি। প্রােপালশন, সেন্সর, সামগ্রিক ইঞ্জিনীয়ারিং, নেভিগেশন এবং গাইডেন্স সম্পর্কে সাব কমিটির পরামর্শ নেয়া হয়েছে।