স্কুল পড়ুয়াদের মহাকাশ-আগ্রহী করে তুলতে বিশেষ প্রশিক্ষণ দেবে ইসরো

ইসরো চেয়ারম্যান কে সিভান (ছবি -PTI)

দিল্লি,২৭ মার্চ- মহাকাশ সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ বাড়াতে চায় ইসরো। এই লক্ষ্যে ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা ইসরো এ বছর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ যুববিজ্ঞানী কর্মসূচী ‘যুবা বিজ্ঞানী কার্যক্রম’ (যুবিকা) শুরু করেছে। মহাকাশ প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশ গবেষণা সম্বন্ধে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য গরমের ছুটির সময় ছাত্রছাত্রীর জন্য দু’সপ্তাহের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

ইসরো সূত্রে জানা গিয়েছে, দেশের প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিবিএসই এবং আইসিএসই পাঠ্যক্রমের পড়ুয়াদের মধ্যে থেকে তিন জন করে ছাত্রছাত্রী এই প্রশিক্ষণের সুযোগ পাবে। যেসব ছাত্রছাত্রী ২০১৮-১৯ শিক্ষাবর্ষে নবম শ্রেণি উত্তীর্ণ হয়েছে এবং দশম শ্রেণির জন্য অপেক্ষা করছে, তারাই এই ‘যুবা বিজ্ঞানী কার্যক্রম’-এ অংশগ্রহণ করতে পারবে। অষ্টম শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের বাছাই করা হবে। এতে অংশ গ্রহণ করার জন্য প্রত্যেক রাজ্য থেকে অল্প সংখ্যক আসন থাকছে।

আগ্রহী ছাত্রছাত্রীরা আগামী ৩এপ্রিল সন্ধে ৬টা পর্যন্ত অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবে। গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা এই বাছাই পর্বে বিশেষ সুবিধা পাবে। আগামী ৬এপ্রিল নির্বাচিত ছাত্রছাত্রীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। যারা নির্বাচিত হবে, তাদেরকে ই-মেলের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র ইসরোতে পাঠাতে হবে। নির্বাচিত ছাত্রছাত্রীদের সেই নির্দিষ্ট ই-মেল আই ডি দেওয়া হবে। প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পর আগামী ১৩ এপ্রিল চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। মে মাসের দ্বিতীয়ার্ধে  ইসরোর চারটি সেণ্টারে এই যুবা বিজ্ঞানী কার্যক্রম চলবে বলে ঠিক হয়েছে।