দিল্লি, ১৮ জুন – ভারতীয় মহিলা সেজে ভারতীয় আধিকারিকদের মধুচক্রে ফাঁসাচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর একাধিক গুপ্তচর। আইএসআইয়ের হয়ে চরবৃত্তি করার দায়ে সম্প্রতি ব্রহ্মস এরোস্পেস সংস্থার প্রাক্তন বিজ্ঞানী নিশান্ত আগরওয়ালকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত।