ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের নির্বাচনে হারের পর কংগ্রেস কিছুটা ব্যাকফুটে চলে যাওয়ায় বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে। একাধিক শরিক দলের নেতারা বিরোধী জোটের নেতৃত্বে মমতাকে দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন। তালিকায় রয়েছেন, লালুপ্রসাদ যাদব, উদ্ধব ঠাকরে সহ আরও অনেকে। এবার ‘ইন্ডিয়া’র নেতৃত্বে মমতাকে আনার প্রসঙ্গে আলোচনার দাবি জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিরোধী জোটের নেতানেত্রীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই সবচেয়ে ওজনদার।
সোমবার সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ‘ইন্ডিয়া জোটে বর্তমানে যে নেতানেত্রীরা রয়েছেন তাঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই সবচেয়ে সিনিয়র এবং ওজনদার নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সাত বারের সাংসদ। নয়ের দশক থেকে চার বারের কেন্দ্রের মন্ত্রী ও পরে তিন বারের মুখ্যমন্ত্রী।’
বিরোধীদের নেতৃত্বে মমতাকে আনা প্রসঙ্গে ‘ইন্ডিয়া’ শিবিরে আলোচনার দাবি জানান অভিষেক। তাঁর কথায়, ‘এই বিষয়ে জোটে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। মনে রাখতে হবে, ভারতের জোটে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যা বিজেপির পাশাপাশি কংগ্রেসকে পরাজিত করেছে। তাই কোনও দলকে ছোটো করা উচিত নয়।’
অভিষেক কিন্তু সরাসরি মমতাকে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতৃত্বে মমতাকে বসানোর দাবি জানাননি। তিনি কেবল এ বিষয়ে আলোচনার পক্ষে সওয়াল করেছেন। অভিষেকের এই রাজনৈতিক কৌশলের প্রশংসা করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
এদিন তৃণমূলের ‘স্ট্রাইক রেট’–এর প্রসঙ্গ উল্লেখ করেছেন অভিষেক। তাঁর কথায়, ‘আমরা ২৯ হতে পারি, কিন্তু বাংলায় বিজেপিকে ১৮ থেকে ১২-তে নামিয়েছে তৃণমূল। অন্য দলের স্ট্রাইক রেট দেখুন আর তৃণমূলের স্ট্রাইক রেট দেখুন। অন্যদলের লোককে বিজেপি ভাঙিয়ে নিচ্ছে, কিন্তু তৃণমূলই একমাত্র দল যাতে বিজেপির লোকও নিজে থেকে আসছে এবং ভোটে জিতছে। ফলে জনগণের শক্তিকে ছোটো করে দেখা উচিত নয়।’