লৌহ মানব লালকৃষ্ণ আদবানি হাসপাতালে ভর্তি

ফাইল চিত্র

অসুস্থ বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। মূলত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়েছেন তিনি। মাঝে মাঝে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করেছে। শুক্রবার রাতে পরিস্থিতি জটিল হতেই তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী ওরফে লৌহ মানব লালকৃষ্ণ আদবানির বর্তমান বয়স হয়েছে ৯৭ বছর। গত জুলাই মাস থেকে এই নিয়ে চারবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে আদবানিকে। বর্তমানে স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিনীত সুরির নেতৃত্বে চিকিৎসকদের একটি দল প্রতিনিয়ত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। যদিও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। কেন্দ্র ও রাজ্যের একাধিক বিজেপি নেতা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।