যুদ্ধ আবহে ইরান-ইজরায়েল ভ্রমণ বাতিল করার পরামর্শ ভারতের
দিল্লি, ১৩ এপ্রিল– তলানিতে এসে ঠেকেছে ইরান ও ইজরায়েল সম্পর্ক৷ যেকোন সময়ে যুদ্ধের দামামা বেজে উঠতে পারে৷ মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান৷ আর যুদ্ধের আবহাওয়া বুঝতে পেরেই ভারতের বিদেশমন্ত্রক শুক্রবার বিকেলে ইরান এবং ইজরায়েল ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ জারি করল৷ এই দুই দেশে বসবাসকারী ভারতীয়দের আপাতত সাবধানে, যে পরিস্থিতিতে যুঝে ওঠার মতো ব্যবস্থা নিয়ে রাখতে এবং অপ্রয়োজনে ঘোরাঘুরি না করতেও পরামর্শ দেওয়া হয়েছে৷ এই দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরান ও ইজরায়েল ভ্রমণ না করার নির্দেশিকা দিয়েছে নয়াদিল্লি৷ তাতে বলা হয়েছে, ইরান এবং ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের অবিলম্বে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে৷ সেখানে নিজেদের নাম-ঠিকানা, ফোন নম্বর নথিভুক্ত করে রাখতে৷
উল্লেখ্য, ইরানের হামলার হুংকারের মাঝেই পালটা হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা৷ কথা মতো ইজরায়েলের পাশে দাঁড়াতে যুদ্ধকালীন তৎপরতায় মার্কিন নৌবহর পাডি় দিয়েছে বন্ধু ইজরায়েলকে রক্ষা করতে৷ সূত্রের খবর, তডি়ঘডি় সাহায্য পাঠিয়েছে ওয়াশিংটন৷ ইরানের হামলা থেকে ইজরায়েলকে রক্ষা করতে আধুনিক যুদ্ধাস্ত্র ও সামরিক সরাঞ্জাম-সহ মার্কিন নৌবহর পাডি় দিয়েছে পূর্ব ভূমধ্যসাগরে৷ সেখানে আগেই মোতায়েন মার্কিন নৌবাহিনীকে সাহায্য করবে সেগুলি৷ এক মার্কন সেনা আধিকারিক জানিয়েছেন, ইরানকে শিক্ষা দিতে পাঠানো হয়েছে শত্রুপক্ষের নৌশক্তিতে চোখের নিমেষে ধ্বংসে সক্ষম দুটি রণতরী৷ একটি হল ইউএসএস কার্নি, যেটি সম্প্রতি লোহিত সাগরে হাউথি ড্রোন এবং অ্যান্টি-শিপ মিসাইলের বিরুদ্ধে কার্যসম্পাদন করেছিল৷
ইরানের এই যুদ্ধের হুঁশিয়ারির পেছনে রয়েছে ইজরায়েলের হামলার ঘটনা৷ শুরু থেকেই গাজায় ইজরায়েলের ধ্বংসাত্বক হামলাকে ভালোভাবে নেয়নি ইরান৷ তেহরানের তরফে বারবার প্যালেস্তাইনীদের উপর হামলার নিন্দা করা হয়৷ এর মধ্যে আগুনে ঘি পডে় গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায়৷ যেখানে অন্তত ১৩ জন প্রাণ হারান৷ মৃতদের মধ্যে ছিলেন দুজন ইরানি সেনাকর্তাও৷ এই হামলার পিছনে ইজরায়েলের ‘হাত’ দেখছে তেহরান৷ তার পর থেকেই ইজরায়েলকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিল ইরান৷ তবে রমজান মাস থাকায় শত্রুপক্ষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রশাসন৷ কিন্ত্ত এবার তারা নাকি মরিয়া হয়ে উঠেছে বদলা নিতে৷ খোদ খামেইনি বলেন, ইজরায়েলকে শাস্তিভোগ করতে হবে৷ ইরান চুপ করে বসে থাকবে না৷ এই প্রেক্ষিতে ইরানকে পালটা হুমকি দিয়েছেন জো বাইডেন৷ তিনি বলেন, “ইজরায়েলে হামলা চালানোর ভুল করবেন না৷ আমরা ইজরায়েলের প্রতিরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ৷ আমরা ওদের সবরকম সাহায্য করব৷ ইরানের উদ্দেশ্য কোনওভাবে সফল হবে না৷”
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হল বলে৷ ইদ কেটে যাওয়ার পরই ইরানে জরুরি সতর্কতা জারি করায় সেই সম্ভাবনা বড় হয়ে দেখা দিয়েছে৷ মার্কিন এক আধিকারিক বলেছেন, গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইজরায়েলের মাটিতে ইরান হামলা চালাতে পারে৷ আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণ অথবা উত্তর ইজরায়েলে আক্রমণ করতে পারে ইরান৷ যদিও ইরানি সরকারের তরফে ওয়াল স্ট্রিট জার্নালের খবরের কথা স্বীকার করা হলেও তেহরান চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়নি৷ খামেইনির এক উপদেষ্টা বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের শীর্ষ নেতা আয়াতুল্লা খামেইনি৷ রাজনৈতিক ঝুঁকির কথা ভেবে তিনি হামলার বিষয়ে এই মুহূর্তে কোনও সিদ্ধান্তে আসেননি৷ প্রসঙ্গত, দামাস্কাসে হানাদারির পর ইরান সরাসরি ইহুদি রাষ্ট্র ইজরায়েলকে দায়ী করে৷ ইরান এবং সিরিয়ার বিভিন্ন এলাকায় বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলে ওঠে৷